আমেরিকার মেরিল্যান্ডের নর্থ ইস্ট মিডল স্কুলের সামনের রাস্তা দিয়ে খুবই স্পিডে একটি গাড়ি যাচ্ছিল, সেই সময় আচমকা তার সামনে এক স্কুল ছাত্রী চলে আসে (Viral Video of an Accident in USA)। সেই সময় সেই মহিলা পুলিশ অফিসার ঝাঁপ দিয়ে সেই স্কুল ছাত্রীকে চলন্ত গাড়ির সামনে থেকে সরিয়ে দেন। এক সেকেন্ড এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক বিপদ। পুরো ঘটনাটি ধরা পরেছে সিসিটিভি ক্যামেরায়। সেই শহরের একজিকিউটিভ ড্যানিয়েল হর্নবার্গার (Danielle Hornberger) ট্যুইটারে (Twitter) ভিডিওটি শেয়ার করেছেন।
advertisement
দ্য সানের (The Sun) রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা পুলিশ অফিসারের নাম হল অ্যানেট গুডইয়ার (Annette Goodyear), তিনি কাজ করেন নর্থ ইস্ট পুলিশে। রিপোর্ট অনুযায়ী অ্যানেট গুডইয়ার বিগত প্রায় ১৪ বছর ধরে ক্রসিং গার্ড হিসাবে কাজ করেন। অ্যানেট গুডইয়ার জানিয়েছেন, তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন সেই মেয়েটিকে ঝাঁপিয়ে পড়ে না বাঁচালে, বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। এর ফলে তিনি সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সেই স্কুল ছাত্রীকে নিয়ে রাস্তার পাশের দিকে ঝাঁপ মারেন। এর ফলে প্রাণ বেঁচে যায় সেই স্কুল ছাত্রীর।
আরও পড়ুন-Fact Check: লতা মঙ্গেশকরের মরদেহে থুতু ছিটিয়েছেন শাহরুখ? জানুন সত্যিটা কী ঘটেছিল
একজিকিউটিভ ড্যানিয়েল হর্নবার্গার ট্যুইটারে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যানেট গুডইয়ার হাত দেখিয়ে সেই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু সেই গাড়িটি না দাঁড়িয়ে দুরন্ত গতিতে তাঁর দিকে এগিয়ে আসছে। সেই চলন্ত গাড়ি সেদিকে এগিয়ে এলেও সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল না। এর জন্য অ্যানেট গুডইয়ার হাত দেখিয়ে সেই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন। এর পরেই অ্যানেট গুডইয়ার দেখেন যে সেখানে একটি বাচ্চা স্কুলের মেয়ে রাস্তার মাঝে এসে গিয়েছে এবং গাড়িটি দুরন্ত গতিতে ওই দিকেই এগিয়ে চলেছে। সেই সময় অ্যানেট এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ে স্কুল ছাত্রীর প্রাণ বাঁচান। ট্যুইটারে সকলেই ঘটনায় তাঁর খুব প্রশংসা করছেন। অনেকেই অ্যানেট গুডইয়ারকে 'হিরো' বলে সম্বোধন করেছেন।