TRENDING:

Tibet Airlines: রানওয়েতে চাকা পিছলে বিপত্তি ! ভয়াবহ আগুন চিনের বিমানে, দেখুন ভিডিও

Last Updated:

Tibet Airlines Plane Skids off Runway: বিমানের মধ্যে ছিলেন মোট ১২২ জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেজিং: চিনের একটি বিমানবন্দরে ভয়াবহ কাণ্ড ৷ তিব্বত এয়ারলাইন্সের বিমানের চাকা পিছলে যায় চিনের চংকিং শহরের বিমানবন্দরে ৷ বিমানের মধ্যে ছিলেন মোট ১২২ জন ৷ ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বিমানটির একটি অংশ দাউদাউ করে জ্বলতে থাকে ৷ যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয় ৷ সম্প্রতি কিছুদিন আগেই চিনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল ৷ ওই ঘটনায় ১৩২ জন যাত্রীর মৃত্যু হয় ৷
Tibet Airlines Plane with 122 Onboard Skids Off Runway, Catches Fire
Tibet Airlines Plane with 122 Onboard Skids Off Runway, Catches Fire
advertisement

advertisement

তিব্বত এয়ারলাইন্সের ওই বিমানে ১১৩ জন যাত্রীর পাশাপাশি ৯ জন বিমানকর্মী ছিলেন ৷ চিনের দক্ষিণ পশ্চিমের শহর চংকিং থেকে তিব্বতের নিংচির দিকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু আচমকাই বিমানের মধ্যে কিছু সমস্যা দেখা দেওয়ায় শেষপর্যন্ত টেক অফ না করারই সিদ্ধান্ত নেন পাইলট ৷ বিমানে আগুন লাগার ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ প্রায় নিশ্চিত মৃত্যুর হাতে থেকে বেঁচে ফেরার পর নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিয়েছেন যাত্রীরা ৷ দমকলকর্মীরা বিমানটিতে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন ৷ যাত্রীরা যারা সামান্য চোট পেয়েছেন, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিমানে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরেই জানা যাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Tibet Airlines: রানওয়েতে চাকা পিছলে বিপত্তি ! ভয়াবহ আগুন চিনের বিমানে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল