TRENDING:

Sofa seen flying due to violent storm: বিধ্বংসী ঝড়ে সব ওলটপালট! হাওয়ার দাপটে সোফা উড়ল আকাশে, ভয়াবহ ভিডিওয়ে আতঙ্ক!

Last Updated:

Sofa seen flying due to violent storm: , ক্যামেরা তাক করা রয়েছে আঙ্কারার আকাশে। হঠাৎ দেখা গেল দূর আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে। কাছে আসতে বোঝা গেল, একটি সোফা! আকাশে ভাসছে সোফা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আঙ্কারা, তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ঝড়ের ভিডিও। ভয়ানক ঘটনা চাক্ষুষ করলেন মানুষ। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকেই এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, একটি সোফা উড়ে চলে যাচ্ছে আকাশ দিয়ে। হই হই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে সে দেশে, এমনই দাবি দেশবাসীর ও নেটবাসীর।
তুরস্কে ঝড় উড়িয়ে নিয়ে গেল আস্ত সোফা!
তুরস্কে ঝড় উড়িয়ে নিয়ে গেল আস্ত সোফা!
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা তাক করা রয়েছে আঙ্কারার আকাশে। হঠাৎ দেখা গেল দূর আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে। কাছে আসতে বোঝা গেল, একটি সোফা! আকাশে ভাসছে সোফা। উড়ে উড়ে ক্যামেরার লেন্স থেকে বেরিয়ে আরও দূরে চলে গেল সেটি।

ক্যামেরার নেপথ্যে সে দেশের ভাষায় অবাকধ্বনি পাওয়া গেল। তাঁরা বিশ্বাস করতে পারছেন না চোখের সামনে যা ঘটছে। ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘মেটারোলজিক্যাল ওয়ার্নিং’। এ ছাড়াও বহু নেটিজেন ভিডিও শেয়ার করে অত্যাশ্চর্য ঘটনার দিকে মানুষের নজর কাড়ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সংবাদসংস্থার খবর, ওই ঝড়ে অন্তত একজন তো আহত হয়েছেন বটেই। গাছ উপরে পড়েছে, বাড়ির ছাদ উড়েছে ঝড়ের দাপটে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sofa seen flying due to violent storm: বিধ্বংসী ঝড়ে সব ওলটপালট! হাওয়ার দাপটে সোফা উড়ল আকাশে, ভয়াবহ ভিডিওয়ে আতঙ্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল