TRENDING:

আস্ত এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! শেষমেষ কী হল, দেখুন ভিডিও

Last Updated:

স্থানীয় একটি নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ৭ অগাস্টের৷ তবে কয়েকদিন আগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাজিল: এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী থাকলেন ব্রাজিলের মানৌসের পন্টে নেগরা বলে একটি এলাকার বাসিন্দারা৷ সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়!
advertisement

ভিডিও-টিতে দেখা যাচ্ছে, একটি এলিগেটরকে সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরেছে অ্যানাকোন্ডা৷ ধীরে ধীরে সেটিকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে৷ কিন্তু এই কাণ্ড চোখে পড়তেই এলিগেটরটিকে বাঁচাতে উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা৷ অ্যানাকোন্ডাটির কবল থেকে এলিগেটরটিকে ছাড়ানোর চেষ্টা করেন তাঁরা৷ দড়ি দিয়ে সাপটিকে টেনে তার রাশ আলগা করার চেষ্টা শুরু হয়৷

স্থানীয় একটি নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ৭ অগাস্টের৷ তবে কয়েকদিন আগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ জানা গিয়েছে, কোনওভাবে কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল প্রাণী দু'টি৷ স্থানীয় একটি আবাসন চত্বরে ঢুকে পড়ে তারা৷ সেখানেই এলিগেটরটিকে বাগে পেয়ে যায় অ্যানাকোন্ডাটি৷

advertisement

দড়ি দিয়ে টেনে প্রাণী দু'টিকে আলাদা করার চেষ্টা চালাতে থাকেন আবাসনের বাসিন্দারা৷ এক সময় এলিগেটরটিকে ছেড়ে দেয় অ্যানাকোন্ডা৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাপটি অন্তত ৬ ফুট দীর্ঘ ছিল৷ সাপটিকে ধরে ছবি তোলেন স্থানীয়রা৷ দু'টি প্রাণীই অবশ্য জঙ্গলে ফিরে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

তবে যেভাবে অ্যানাকোন্ডাটির শিকারে স্থানীয়রা বাধা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তা অনেকেই মেনে নিতে পারেননি৷ কারণ তাঁরা মনে করছেন প্রকৃতির নিয়ম মেনেই নিজের শিকার খুঁজে নিয়েছিল সাপটি, তাই তাকে বাধা দেওয়া একেবারেই উচিত হয়নি৷ তবে যেভাবে সাপটি বড়সড় এলিগেটরটিকে শ্বাসরোধ করে গিলে খাওয়ার চেষ্টা করছিল, তা দেখে অনেকেই শিউরে উঠেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
আস্ত এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! শেষমেষ কী হল, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল