এবার এই গানের জনপ্রিয়তার ছবি দেখা গেল জাপানে। সেখানকার কয়েকজন স্কুল ছাত্রী 'কালা চশমা' গানে তুমুল নাচ করল। সকলেই নীল রঙের টিউনিক পরে আছে। সব থেকে মজার বিষয় হল, সকলের হেয়ার স্টাইল এক রকমের। তারা স্কুলের মাঠে এই গান চালিয়ে তুমুল নাচ করল। নাচের স্টাইল দেখে মুগ্ধ নেটিজেনরা। জাপানের স্কুলেও বাচ্চাদের কাছে পৌছে গিয়েছেন ক্যাটরিনা-সিদ্ধার্থ।
advertisement
সোশ্যাল মাধ্যমে এই নাচ শেয়ার হতেই ভাইরাল হয়। ইতিমধ্যে ২৪ লাখ ভিউ হয়েছে এই নাচের। ৩ মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন এই ভিডিওতে। নেটিজেনরা প্রশংসায় মেতেছেন জাপানি স্কুল ছাত্রীদের। কেউ লিখেছেন, এই গানের সঙ্গে এত সুন্দর নাচ আগে দেখা যায়নি। আবার কেউ লিখেছেন, এটা এই বছরের সেরা রিল ভিডিও। কেউ আবার প্রশংসা করেছেন ওই ছাত্রীদের এনার্জির। কেউ প্রশংসা করেছেন তাদের চুলের স্টাইলের। আবার কেউ বলছেন, "ভারতের গান দেশের সীমা ছাড়িয়ে জায়গা করেছে মানুষের মনে।" সত্যিই কিন্তু তাই। গোটা বিশ্বের মানুষ নাচছেন এই গানে। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের থেকেও বেশি ভাইরাল হয়েছে এই 'কালা চশমা'! তাও এত বছর পর!