TRENDING:

Viral Video: ‘‘ধন্যি ছেলের অধ্যাবসায়’’- পিঠে ব্যাগ, পরণে স্কুল ইউনিফর্ম, পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে Monkey

Last Updated:

সম্প্রতি একটি বাঁদরের (Monkey) মজার কীর্তি কলাপ সবেগে ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ভাইরাল হয়৷ আর মানুষ জনও এই ভাইরাল ভিডিও  ( Viral Video) দেখতে খুবই পছন্দ করেন৷  কখনও কখনও নাচগানের ভিডিও ভাইরাল ভিডিও হয়, আবার কখনও নিখাদ মজার ভিডিও (Funny Video) থাকে৷ সম্প্রতি একটি বাঁদরের (Monkey) মজার কীর্তি কলাপ সবেগে ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷  অতিরিক্ত চাপের সময়ে এক ক্লিকে কয়েক সেকেন্ডের এই ভিডিওগুলি ৷ একটি খুদে বাঁদরের কীর্তিকাণ্ডের একটি ভিডিও ভাইরাল (Funny Video of Monkey)  হয়েছে৷
 Viral Video: monkey waering school uniform cycling in road- photo Courtesy- Instagram/ Video Grab
Viral Video: monkey waering school uniform cycling in road- photo Courtesy- Instagram/ Video Grab
advertisement

এই ছোট্ট বাঁদর দেশ-বিদেশের সীমা পেরিয়ে একেবারে মজার ডালি নিয়ে ভাইরাল হয়েছে৷ ছোট্ট একটি বাঁদর সাইকেলে পরণে স্কুল ড্রেস সে সাইকেল চালাচ্ছে৷ এই মজার ভিডিও (Funny Video) দেখলে নিঃসন্দেহে আপনি হেঁসে দেবেন৷ বাঁদরকে (Monkey) দেখে সকলে নানারকম কিউট রিঅ্যাকশন দিচ্ছে৷ আপনিও দেখে নিন ইউনিফর্ম (School Uniform) পড়া বাঁদরের কীর্তিকলাপের ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

এই ভিডিওটি  helicopter_yatra_ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার হয়েছে৷ ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওতে লাইকের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে৷ লোকে এই ভিডিওতে মজাদার কমেন্টও করছেন৷ আসলে সকলেরই খুব মজা লাগছে৷ মানুষরা যেমন দুচাকার সাইকেলে ব্যালেন্স করে চালায়, ঠিক সেই ঢঙেই তিনি বাঁদরটিও পারফেক্ট ব্যালান্স করে সাইকেল চালাতে দেখা গেছে৷ বাঁদরটি সবুজ রঙের স্কুলের ব্লেজার পরেছে৷ পিঠে একটি গোলাপি ও নীল রঙের বাচ্চাদের ব্যাগ৷ পিঠে সেটা নিয়ে পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে বাঁদরটি৷ গোল গোল চক্কর কাটছে পারফেক্ট ব্যালান্সে৷ কেউ কেউ তাকে ইশারা করছে, কেউ আবার তাকে ডাকছে কিন্তু কোনও কিছুর পরোয়া না করে নিজের লক্ষ্যে সে অবিচল৷

advertisement

আরও পড়ুন - Ind vs NZ: Weather Update: ইডেন যাচ্ছেন, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বড় ভূমিকা আবহাওয়ার, জানুন ওয়েদার আপডেট

আরও পড়ুন - Ind vs NZ: দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এক ইউজার বাঁদরকে দেখে নিজের হৃদয়ের ভাবনা ইনস্টাগ্রামে ঢেলে দিয়েছে৷ এই ভিডিও দেখে আমার স্কুলের দিন মনে পড়ে গেল- এমনটা লিখেছেন এক নেটিজেন৷ আরেকজন লিখেছেন এটা সত্যিই মজাদার ক্লিপ, এটা দেখার পর আমার হাসি আর থামছে না৷ এর আগেও একটি বাঁদর ও একটি বাচ্চার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল৷ এতে বাঁদরটি বাচ্চাটির কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: ‘‘ধন্যি ছেলের অধ্যাবসায়’’- পিঠে ব্যাগ, পরণে স্কুল ইউনিফর্ম, পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে Monkey
Open in App
হোম
খবর
ফটো
লোকাল