সাম্প্রতিক কালে এটাই নিউজিল্যান্ডে ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয় বলে ধরে নেওয়া হয়েছে৷ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণও৷ তবে বন্যার মাঝেই ভাইরাল এক অদ্ভুত ভিডিও৷
সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন ডেবি বারোজ৷ তিনি অকল্যান্ড কাউন্সিলের ২১ টি স্থানীয় বোর্ডের অন্যতম ডেপুটি চেয়ারপার্সন৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাসের অর্ধেকের বেশি ডুবে গিয়েছে৷ সেই অবস্থায় এগিয়ে চলেছে যানটি৷ পথপরিবহণের বাস হয়ে গিয়েছে জলযান৷ একই ভিডিওতে দেখা যাচ্ছে ডুবে গিয়েছে চার চাকার আরও একটি গাড়ি৷ সেটির শুধু ছাদ দেখা যাচ্ছে৷
advertisement
আরও পড়ুন : তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস
যে বাসটিকে নিয়ে এত কথা, তাতে চালকের পাশাপাশি আছেন কয়েক জন যাত্রীও৷ ভিডিও পোস্ট করে ডেবি লিখেছেন "অবিশ্বাস্য! আমি দেখতে পাচ্ছি একটা বাস এগিয়ে চলেছে জল কেটে৷ বিশ্বাসই করতে পারছি না৷ কেউ মজা করছে নাকি আমার সঙ্গে! "
সামাজিক মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল৷ ইতিমধ্যেই ভিউজ ছাপিয়েছে ১৩ হাজার৷ সকলে এই ভিডিও দেখে তাজ্জব৷ চালককে কুর্নিশ জানিয়েছেন তাঁরা৷ চালককে এই দক্ষতার জন্য পদক দিয়ে পুরস্কৃত ও সম্মানিত করার আবেদন জানিয়েছেন নেটিজেনরা৷