চিনি নিয়ে কী বলছে বিশেষজ্ঞরা? জানুন

চিনি এমনিতে ক্ষতিকারক নয়৷ 

তবে অতি বেশি মাত্রায় গ্রহণ করলে তা শরীরের পক্ষে ক্ষতিকর৷ 

পুষ্টিবিদ রুজুতা দ্বিবেক মনে করেন অ্যাডেড শুগারের চেয়ে প্রাকৃতিক  শর্করা খওয়া ভাল।

রুজুতা মনে করেন প্রক্রিয়াজাত খাবারে থাকা চিনি অনেক বেশি ক্ষতিকর৷ 

বরং বাড়িতে তৈরি চা, কফি, লাড্ডু বা হালুয়াতে মেশানো চিনি অতটা ক্ষতিকর নয়৷

ডায়েট থেকে চিনি সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়৷

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ, মহিলাদের রোজ ২৫ গ্রাম বা ৬ চাচমচ চিনি দরকার।

এবং পুরুষদের দৈনিক ৩৬ গ্রাম বা ৯ টিস্পুন চিনি দরকার শরীরে।

সাম্প্রতিক গবেষণা বলছে ঠিক পরিমাণে চিনি খেলে ফিল গুড অনুভূতি হয়৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন