ইউটিউব চ্যানেল Furry Tails-এ শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর জলাশয় থেকে একটি মাছ ধরা হয়েছে। কিন্তু সেই মাছের পেটের মধ্যে হাত দিতেই চমকে উঠে যান সকলে। দেখা যায় মাছের পেটের মধ্যে নড়াচড়া করছে কিছু একটা। শেষে অবাক হয়ে নৌকায় থাকা বাকিরা মাছটির পেট কেটে দেন। দেখা যায়, মাছটির পেটের মধ্যে ছোট একটি মাছ রয়েছে। সেই মাছটি জীবিত অবস্থাতেই রয়েছে।
advertisement
ঘটনাস্থলে উপস্থিত থাকা কেউ একজন গোটা ঘটনার ভিডিও করে দেন। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনুমান করা হচ্ছে, প্রথমে যে মাছটি ধরা হয়েছিল সেটি আকৃতিতে অনেকটাই বড় ছিল। ছোট মাছ গিলে খেয়েছিল। তাই বড় মাছটির যখন পেট কাটা হয়েছিল, তখন ছোট মাছটি বেরিয়ে যায়। দাবি করা হচ্ছে, এমন ঘটনা প্রায়ই হয়। বড় মাছের মধ্যে ছোট মাছ পাওয়া যায়। কিন্তু জীবিত অবস্থায় কোনও মাছ উদ্ধার হয় এমন ঘটনা নজিরবিহীন বলাই চলে।
আরও পড়ুন, কেন্দ্রীয় কর্মীদের বাম্পার লাভ! ফের বাড়তে পারে DA, আসছে বিরাট সুখবর
আরও পড়ুন, দলীয় কর্মসূচি নিয়ে এবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভিডিওটি এখনও পর্যন্ত ৫৪ কোটি বার দেখা হয়েছে। অনেকেই ভিডিওটি দেখে হতবাক হয়ে গিয়েছেন। কারণ এমন ঘটনা সচারচর দেখা যায় না। ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও স্পষ্ট নয়।