এই ভাবেই একাধিক ভিডিও ভাইরাল (Viral Video) হয়৷ আর সব এই ধরণের ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমের প্রোফাইল থেকে অজানা -অচেনা মানুষরা নেটিজেনদের পরিচয় হয়ে যায়৷ একাধিক ভাইরাল ভিডিও দেখে থাকলেও আজ যে ভাইরাল ভিডিওটির কথা হচ্ছে তা একেবারে অন্যরকমের৷ মনের অসম শক্তি ও সাহস থাকলেই এই ভিডিও দেখা উচিত৷
আরও পড়ুন - Bollywood Gossip: কচি থেকে বুড়ো অনেক প্রেমিকেই মজেছিল মন বিশ্বসুন্দরীর এখন ভাসছেন ‘ললিত’ সোহাগে
advertisement
কারণ ভিডিওটির শেষে এমন পরিণতি রয়েছে যা ভিডিও-র শুরু দেখলে বিশেষ ভাবে কেউই ধারণা করতে পারবেন না৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে বরফ , পাথর মেশানো ব্যাপক গতির মোটা তোড়ের প্রবল ধারা৷ ভূগোলের ভাষায় যাকে অ্যাভালেঞ্চ বলে৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে কী প্রবল গতিতে নেমে আসছে পাহাড়ের ধস৷ বেশ খানিকটা দূর থেকে এই ধসের মুহূর্তে ক্যামেরায় বন্দি করছিলেন কেউ একজন৷
আরও পড়ুন - KL Rahul Wedding: কেএল রাহুলের হবু শ্বশুর ব্যাপক মালদার, ব্যবসা থেকে সম্পত্তি, শুনলে চোখ উঠবে কপালে
দূর থেকে সবেগে ধেয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছিল , কিন্তু এরপরেই সেই ভয়ানক প্রবল বেগে ধেয়ে আসা প্রবল জল, বরফ, পাথর মিশ্রিত ধারা সেই ক্যামেরাম্যানের গায়ে মাথার ওপর দিয়ে জল চলে যায়৷ মাথার ওপর দিয়ে জলের প্রবল স্রোতে নাকানিচোবানি খান চিত্রগ্রাহক৷
ভিডিওটি যে প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে এই ভয়ানক পাহাড়ি ধসের ঘটনাটি কাজকস্তানের কোনও এক প্রান্তের৷