KL Rahul Wedding: কেএল রাহুলের হবু শ্বশুর ব্যাপক মালদার, ব্যবসা থেকে সম্পত্তি, শুনলে চোখ উঠবে কপালে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেএল রাহুলের হবু শ্বশুরের প্রচুর টাকা, বাংলো , গাড়ি, একাধিক কোটি কোটি টাকা টার্ন ওভারের ব্যবসা...
advertisement
বলিউডে নব্বইয়ের দশকের অভিনেতা সুনীল শেট্টির জন্মদিন, যিনি বলিউড জগতে তাঁর অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে ফ্যানদের হৃদয়ে রাজত্ব করেছিলেন। ১১ অগস্ট, ১৯৬১ সালে কর্ণাটকে জন্মেছেন সুনীল শেট্টি৷ ৬০ বছর পেরিয়েও তিনি একই রকম ফিটনেস ফ্রিক৷ কেএল রাহুলের সঙ্গে ফিটনেসে তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন৷ তেমনিই রোজগারেও হবু জামাইকে টেক্কা দিতেই পারেন সুনীল শেট্টি৷
advertisement
সুনীল, যিনি ১৯৯২তে বলওয়ান চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি একজন অভিনেতার পাশাপাশি একজন উদ্যোক্তাও। তিনি এখনও ছবি প্রযোজনার কাজ করেন৷ এছাড়াও তিনি রেস্তোরাঁর মালিক যার বিশেষত্ব হল উডুপি খাবার বা দক্ষিণী খাবার৷ এবং তার একটি পোশাকের বুটিকও রয়েছে। এছাড়াও তাঁর একাধিক রেস্তোঁরা রয়েছে৷
advertisement
দিলওয়ালে, মোহরা, গোপী কিষাণ, কৃষ্ণা, রক্ষক, বর্ডার, ভাই, হেরাফেরি, ধড়কন ছবি বক্স অফিস কাঁপিয়েছে৷ সুনীল শেট্টির এখনকার মোট বার্ষিক আয় কোটি কোটি টাকা৷ caknowledge.com-এর রিপোর্ট অনুযায়ী, সুনীল শেট্টির মোট সম্পত্তি প্রায় ৮১ কোটি টাকা। বি টাউনের এক সময়ের সুপারহিট অভিনেতা এক মাসে ৫০ লক্ষ টাকা শুধু বেতন থেকে আয় করেন পাশাপাশি তাঁর ব্যবসা বাণিজ্যের আলাদা আয় রয়েছে৷
advertisement
advertisement