Bollywood Gossip: কচি থেকে বুড়ো অনেক প্রেমিকেই মজেছিল মন বিশ্বসুন্দরীর এখন ভাসছেন ‘ললিত’ সোহগে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বলিউড গসিপ একেবারে চটপটা, একের পর এক পুুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেষে কিনা ললিত মোদির ‘বেটারহাফ’...বিবাহিত পুরুষ থেকে কচি ছেলে নানা সময়ে নানা জায়গায় মন মজেছিল সুস্মিতা সেনের...
এই তো দিন কয়েক আগে পর্যন্তও ভারতীয় মডেল রোহমন শলের সঙ্গে প্রায়ই দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে বেশ খোলামেলা ছিলেন এবং এমনকি সুস্মিতা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রোহমানের সঙ্গে সম্পর্কে থাকার কথা সোশ্যাল মিডিয়ায় সরকারিভাবে স্বীকারও করেছিলেন৷ তিনি নয়ডা, দিল্লির ২৭ বছর বয়সী মডেল, যিনি র্যাম্পে তিনি তারকা ডিজাইনদের পোশাকে নিয়মিত হেঁটেছেন। হঠাৎই তড়িঘড়ি নিজের চেয়ে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন বিশ্বসুন্দরী৷ Photo- File
advertisement
advertisement
বলিউডের প্রতিভাবান অভিনেতা এবং স্টাউট চেহারার এই অভিনেতা হলেন রণদীপ হুডা৷ প্রাক্তন মিস ইউনিভার্সের মন জয় করেছিলেন নাকি তিনি। এমনটাই জোর বলিউড গসিপ৷ কর্মা এবং হোলি সিনেমার শ্যুটিংয়ের সময় এই জুটি ডেটিং শুরু করেছিলেন। রণদীপ ও সুস্মিতা সেনের সম্পর্কও বেশিদিন টেকেনি৷ রণদীপের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের সম্পর্কের গসিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তবে প্রেম ভাঙলেও এখনও নাকি ভাল বন্ধু এই জুটি৷ Photo- File
advertisement
advertisement
advertisement
বিক্রম ভাট এবং সুস্মিতার প্রেম কাহিনী বলিউডের অন্যতম সেরা গসিপ৷ ১৯৯৬ তে দস্তক ছবির শ্যুটিংয়ের সময় শুরু হয়। কিন্তু সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি৷ বলিউডে পা রাখার পরপরেই বিক্রমের সঙ্গে বিশ্বসুন্দরী তরুণীর চুটিয়ে প্রেম কারোর চোখ এড়ায়নি৷ সেই সময় বিবাহিত ছিলেন বিক্রম এবং সুস্মিতার কারণে তার পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু পরে তিনি তাঁর সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
খুব বেশি জানাজানি না হলেও সুস্মিতা সেন হেভিওয়েট ব্যবসায়ী অনিল অম্বানির সঙ্গেও ডেট করেছিলেন। টিনা অম্বানি এবং অনিল আম্বানির সম্পর্ক সে সময়ে খারাপ যাচ্ছিল, তখনই অনিল সুস্মিতার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন। বলিউডের গসিপ আরও শোনা যায় যে অনিল অম্বানি সে সময় তাঁকে ২২ ক্যারেটের হিরের আংটিও দিয়েছিলেন। Photo- File
advertisement
বলিউড ও ক্রিকেটের যোগ যুগ যুগ ধরে চলেছেই৷ সুস্মিতা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কর্মকর্তা ললিত মোদির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আরও একবার ক্রিকেটের সঙ্গে জড়িয়েছিলেন৷ পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের মনও জয় করেছিলেন এবং এই জুটি দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন। এই জুটি একটি নাচের রিয়েলিটি শোয়ের সেটে আলাপের পর বন্ধু হয়ে ওঠেন৷ এমনকি এও গুজব ছিল যে জুটি বিয়ে করতে চলেছেন। Photo- File
advertisement
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় ললিত মোদির সোশ্যাল মিডিয়া পোস্টে একেবারে হিল্লোল পড়ে যায়৷ এখন সোশ্যাল মিডিয়া প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী সকলেই প্রকাশ্যে নিজেদের উথলে পড়া প্রেমের ছবি দেন৷ যাকে পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন বলেন৷ বি-টাউনের সুন্দরী সুস্মিতা সেনকে বেটার হাফ বলে ট্যুইট করে একেবারে আলোড়ন ফেলে দেন আইপিএলের এক সময়ের চেয়ারম্যান৷ এখন ললিত ও সুস্মিতার প্রেম একেবারে ললিত কলার মতো রঙিন হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ Photo -Instagram