আরও পড়ুন-Viral Video: চলন্ত গাড়ির সামনে থেকে ছাত্রীকে সরিয়ে আনল পুলিশ, ভাইরাল হল ভিডিও!
ভ্যালেন্টাইনস উইক চলছে। প্রেমের এই সপ্তাহে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভ্রমণ এবং মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছেন অনেকে। প্রেমের এই সপ্তাহে অনেকেই প্রেমের নামে ছলনায় আকৃষ্ট হন। কেবলমাত্র তাঁদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রেমের ভান করেন অনেক প্রেমিক বা প্রেমিকাই। প্রতারণা করার জন্যই সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়াটাও অস্বাভাবিক নয়, এমনটাও হতে পারে প্রেমের এই ছলনায়। প্রেমের একটি সম্পর্কে থাকার সময়ে প্রেমিকাকে লুকিয়ে অন্য মহিলার শরীরের নগ্ন ভিডিও দেখাও প্রেমিকার সঙ্গে প্রতারণার সমান। প্রেমিকা বিমানে প্রেমিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ার পর যে ঘটনা ঘটালেন পুরুষটি, তা অবশ্যই প্রেমের প্রতারণা (Viral news woman catches man watching nude photos)।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ঘটনা এক মহিলাযাত্রী বিমানে ভ্রমণ করার সময়ে দেখতে পেয়ে এক ব্যক্তির এই প্রতারণার বিষয়টি পুরো বিশ্বের সামনে প্রকাশ করেছেন। কয়েক মুহূর্তে ভাইরাল করেছেন এই ভিডিওটি। সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর বান্ধবীর সঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। কিন্তু তার গার্লফ্রেন্ড বা বান্ধবী ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রেমিক অশ্লীল কাজ করতে শুরু করেন। অন্য যুবতীর শরীরের নগ্ন ভিডিও দেখতে শুরু করেন। প্রেমিকের এই দৃশ্য লক্ষ্য করেছিলেন বিমানের পিছনের আসনে বসা অন্য এক মহিলা সহযাত্রী। ভ্যালেন্টাইনস উইক বা প্রেমের এই সপ্তাহে প্রেমের এই প্রতারণার দৃশ্য ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। আরও একবার প্রেম এবং প্রতারণা নিয়ে প্রশ্ন উঠে এল সমাজের সামনে।
স্যান্ডি নামের ওই মহিলা সহযাত্রী সম্পূর্ণ ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। স্যান্ডি ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, প্রেমিক ব্যক্তিটি প্রেমিকার সঙ্গে ছলনা করছেন। এই ঘটনায় ছেলেটি সম্পূর্ণভাবে অভিযুক্ত। প্রেমিকার প্রতি অনুগত নয়, প্রেমিকাকে ঠকাচ্ছেন ছেলেটিকে। হয় তো শারীরিক চাহিদার জন্যই প্রেমিকার সঙ্গে ছলনা করছেন প্রেমিক।
যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। কিন্তু যুবতী ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোন বের করে, তাতে অন্য মেয়েদের অশ্লীল ছবি এবং ভিডিও দেখতে থাকেন প্রেমিক। এই সময় স্যান্ডি নামের অপর এক সহযাত্রী মহিলা দম্পতি পিছনের আসনে বসে ছিলেন। মোবাইলটি বের করে গোটা ঘটনার ভিডিও করেন তিনি। এই ভিডিওটি অনলাইনে পোস্ট করে স্যান্ডি লিখেছেন, ‘‘আমি আশা করি ভাইরাল হওয়া আমার এই ভিডিওটি তাঁর প্রেমিকাও দেখবেন। কী ভাবে তিনি প্রেমিকের কাছে ঠকছেন তা বুঝবেন। ভ্যালেন্টাইনস উইকে প্রেমিক এবং প্রেমিকাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সঙ্গী বা সঙ্গিনী কতটা প্রতারক হতে পারে।’’
ভিডিওটি পোস্ট করার সময় স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, কোনও ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। এই লোকটি তাঁর বান্ধবী ঘুমানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফাঁকি দিয়ে অন্য মেয়েদের নগ্ন ছবি দেখতে শুরু করেন।
যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে দু'ধরনের মন্তব্য করেছেন ইউজাররা। কিছু লোক স্যান্ডিকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে এটি সত্যিই সঙ্গীর সঙ্গে প্রতারণা। আবার কিছু লোক লিখেছেন, অভিযুক্ত ব্যক্তি কেবল ছবিগুলি দেখছেন। এটিকে প্রতারণা বলা ঠিক নয়। কিছু লোক স্যান্ডিকেও দোষারোপ করেছেন, অভিযুক্তকে না জানিয়ে ভিডিওটি তোলার জন্য।
ভাইরাল হওয়ার পরে স্যান্ডিও ভিডিওটি নিয়ে শুরু হওয়া বিতর্কে তাঁর মতামত জানিয়েছেন। তিনি লিখেছেন, বান্ধবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি দ্রুত মোবাইল লক করে দেন। ছেলেটি তাঁর অপরাধ বুঝতে পেরে মোবাইলটি বন্ধ করে দেন। সম্ভবত তিনি নিজেই জানতেন যে তিনি ভুল কাজ করছেন। ছেলেটি যদি অপরাধবোধ উপলব্ধি না করতেন তবে তিনি তাঁর ফোনটি লক করতেন না। ভালোবাসায় প্রতারণার এমন অনেক ঘটনা সামনে আসে। বিশেষ করে এই ভ্যালেন্টাইনস উইকে বিশ্ব জুড়ে এমন ঘটনা আরও ঘটবে। হয় তো সেই ঘটনা ফের মোবাইলে ভিডিওর মাধ্যমে ভাইরাল হবে। যা দেখে বহু মানুষ তাঁদের মতামত জানাবেন পক্ষে বা বিপক্ষে।