আরও পড়ুন-Viral News: প্রাক্তনের সঙ্গে সাক্ষাৎ, সকালে পার্কে মিলল মহিলার অর্ধনগ্ন দেহ !
ইভা জোনস অনলাইনে লাইভে এসে সকলের সঙ্গে কথা বলার পরিবর্তে নাক ডাকতে শুরু করে। লাইভে এসে প্রায় ২ ঘণ্টা ধরে ঘুমোতেই থাকেন। ২৮ ডিসেম্বর ইভা তার বন্ধুর বাড়ি থেকে মদ খেয়ে ফেরেন। এর পরেই ইভা অনলাইনে লাইভে চলে আসেন। তিনি তার ফলোয়ারদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলেও, কিছুক্ষণের মধ্যেই নাক ডাকা শুরু করেন, ইভার সেই ঘুমিয়ে নাক ডাকার ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
advertisement
বন্ধুরা তাকে জাগানোর চেষ্টা করতে থাকেন -
লিভারপুলে বসবাসকারী ইভা এর আগে কখনও অনলাইনে লাইভে আসেননি। প্রথমবার তিনি লাইভে আসেন এবং তার ফোন সাইলেন্ট মোডে করে দেন। এর ফলে সে যখন লাইভে এসে নাক ডাকতে শুরু করেন, তখন তার বন্ধুরা তাকে অনেকবার ফোন করলেও সে রিসিভ করতে পারেনি। এর মধ্যেই ইভার অজান্তেই ঘটে যায় একটি লজ্জাজনক ঘটনা। ইভা যখন ঘুমিয়ে নাক ডাকতে থাকেন, তখন ঘুমের মধ্যেই আচমকা তার স্তন পোশাকের বাইরে দেখা যেতে থাকে। এর ফলে মডারেটর ইভার লাইভ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়।
আরও পড়ুন-অতিমারি পরিস্থিতিতেও চমক ! দুর্দান্ত প্লেসমেন্ট বিড়লা গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে
ঘুম থেকে উঠে জানান তার প্রতিক্রিয়া -
ঘুম থেকে উঠে হুঁশ ফেরার পরে ইভা তার সেই কাণ্ড নিয়ে সকলের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে, কখনও তিনি অনলাইনে লাইভে আসেননি। কিন্তু মদ খেয়ে এই প্রথমবার তিনি কেন লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তিনি নিজেও বুঝতে পারছেন না। লাইভের মধ্যেই কখন তিনি শুয়ে পড়েন সেই বিষয়েও তার কিছু মনে নেই। কিন্তু পরে সব কিছু জানার পর এখন আর আফশোস করা ছাড়া আর কোনও উপায় নেই ইভার ৷