আরও পড়ুন-রাশিফল ১৪ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী পুলিশকে কেউ খবর দেয় যে, একটি জঞ্জালের ডাস্টবিনে মৃতদেহ পড়ে আছে। সেই মৃতদেহকে ভাল করে প্লাস্টিকে মুড়ে সেই জঞ্জালের ডাস্টবিনে ফেলা হয়েছে। সেই খবর জানাজানি হতেই সেখানে মানুষের ভিড় জমে যায়। পুলিশ ফরেন্সিক দল নিয়ে সেই জায়গায় পৌছয়। মালয়েশিয়াতে রাস্তার মধ্যে জঞ্জাল ফেলা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। পুলিশের নজর রাস্তার পাশে সেই জঞ্জালের মধ্যে পড়ে থাকা মৃতদেহের ওপরে পরে।
advertisement
একটি প্লাস্টিক দিয়ে ভাল করে মুড়ে সেই মৃতদেহকে রাস্তার পাশে জঞ্জালের মধ্যে ফেলা হয়। পুলিশ ফরেন্সিক দলের সাহায্যে সেই প্লাস্টিক খুলে মৃতদেহ বের করার কাজ শুরু করে। সেই সময় পুলিশ পুরো জায়গাটি সিল করে দেয়। সেখানে উপস্থিত সকলে এবং পুলিশ অপেক্ষা করছিল যে, সেই প্লাস্টিক থেকে মৃতদেহ কী অবস্থায় বের হয় তা দেখার জন্য। কিন্তু প্লাস্টিক খুলে পুলিশ এবং ফরেন্সিক দলের সকলেই বেশ অবাক হয়ে যায়। পুরো প্লাস্টিক খোলার পরে সেই পুলিশের দল এবং ফরেন্সিক দলের সদস্যরা বেশ লজ্জিত হয়ে পড়ে, তাদের মাথা লজ্জায় নিচু হয়ে যায়।
আসলে সবাই যেটাকে মৃতদেহ মনে করেছিল, সেটি ছিল আদতে একটি সেক্স ডল। প্লাস্টিক খুলে সেই সেক্স ডল বার করার পরে, পুলিশ সেই এলাকাটি খালি করে দেয়। সেই ঘটনার বিবরণ দেওয়ার সময় পুলিশ জানায় যে, তাদের কাছে দুপুরে একটি ফোন আসে যে জঞ্জালের ডাস্টবিনে মৃতদেহ পড়ে আছে। কিন্তু পুলিশ সেখানে গিয়ে সেই প্লাস্টিক খুলে দেখে যে সেটি কোনও মৃতদেহ নয়, আসলে সেটি হল একটি সেক্স ডল!