আরও পড়ুন- ক্যাপ্টেন হরমনপ্রীতের পর এবার সৌরভও জানালেন ঝুলনের অবসর কবে
চিনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে রয়েছে চায়না অ্যাভিয়েশন লিথিয়াম ব্যাটারি টেকনোলজি নামে একটি প্রযুক্তি সংস্থা। আর কর্মীদের গতিবিধির উপর নজরদারি চালাতেই অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তারা। আর সেই সংক্রান্ত কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, শৌচাগারের সিসিটিভি ব্যবস্থার কারণে সংস্থার ২ জন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর এক জন কর্মীকে শাস্তিস্বরূপ গুনতে হয়েছে মোটা জরিমানা। তবে প্রশ্নের মুখে পড়ে ওই সংস্থাটির দাবি, মূলত বাথরুম ব্রেক বা শৌচাগার বিরতির সময় কর্মীরা শৌচাগারে কী করছেন, তা জানার জন্যই এই পথ বেছে নেওয়া হয়েছে। আসলে বহু কর্মীই সিগারেট খেতে বা ধূমপান করতে শৌচাগারে যান। আর এই বিষয়টার উপর নজরদারি চালাতেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তারা। এমনকী ভাইরাল হওয়া ছবিতেও দেখা গিয়েছে, ওই সংস্থার শৌচাগারে সিগারেট নিয়ে হাজির হয়েছেন দু’জন।
advertisement
এটা যদিও নতুন কিছু নয়! কারণ বিশ্বের কিছু কিছু দেশে চাকরির নামে কর্মচারীদের রীতিমতো শোষণ করা হয় আজকের যুগেও। আর এ-ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে চিনের নাম। শোনা যায়, ওই দেশের কিছু কিছু সংস্থা কর্মীদের কাজের সময় এ-দিক ও-দিক তাকাতে দেয় না! আবার এ-ও শোনা যায় যে, টার্গেট পূরণ করতে না-পারলে কর্মীদের গলায় কুকুর বাঁধার শিকল বেঁধে রাখা হয়, এমনকী তাঁদের কাঁচা ডিমও পর্যন্ত খেতে বাধ্য করা হয়! এই ধরনের বর্বর আচরণের কথা বারবার শিরোনামে উঠে এসেছে। যদিও ওই প্রযুক্তি সংস্থাই প্রথম, যারা নিজেদের কর্মীদের উপর নজরদারি করার জন্যই সেখানে ক্যামেরা বসিয়েছে।
তবে শৌচাগার বিরতি বা টয়লেট ব্রেক সংক্রান্ত কড়া নিয়ম জারি করার অভিযোগ উঠেছে চিনের আরও একটি সংস্থার উপর। সংস্থার যে-সমস্ত কর্মীরা অফিসে থাকাকালীন শৌচাগারে বেশি সময় কাটাতেন, তাঁদের বেতন কেটে নেওয়া হয়েছে। আবার এমনও কিছু কিছু সংস্থা রয়েছে, যারা একাধিক বার শৌচাগারে যাওয়ার জন্য কর্মচারীদের থেকে জরিমানা নেয়। সেই কারণে একটি সংস্থা তো শৌচাগারে একটি টাইমারও বসিয়েছিল, যাতে কর্মীরা বেশিক্ষণ সেখানে বসে থাকতে না-পারে।