TRENDING:

অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া

Last Updated:

যদি অফিসের বাথরুমেই থাকে সিসিটিভি ক্যামেরা, তা-হলে তো কিছু বলার অপেক্ষাই রাখে না! আর সম্প্রতি এমন একটি ঘটনাই সামনে এসেছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাধারণত নজরদারি চালানোর জন্যই বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এমনকী, রাস্তাতেও থাকে সিসিটিভি ক্যামেরা। ফলে রাস্তায় ঘটে যাওয়া নানা ঘটনার প্রমাণ হিসেবে গণ্য হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এ-তো না-হয় গেল সিসিটিভি ক্যামেরার উপযোগিতার বিষয়গুলি! কিন্তু বাথরুম কিংবা কোনও স্টোরের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলে? আসলে আমরা হামেশাই এই ধরনের খবর দেখে থাকি। আর সেই সঙ্গে সতর্কও থাকি। কিন্তু যদি অফিসের বাথরুমেই থাকে সিসিটিভি ক্যামেরা, তা-হলে তো কিছু বলার অপেক্ষাই রাখে না! আর সম্প্রতি এমন একটি ঘটনাই সামনে এসেছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে।
অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া
অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া
advertisement

আরও পড়ুন- ক্যাপ্টেন হরমনপ্রীতের পর এবার সৌরভও জানালেন ঝুলনের অবসর কবে

চিনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে রয়েছে চায়না অ্যাভিয়েশন লিথিয়াম ব্যাটারি টেকনোলজি নামে একটি প্রযুক্তি সংস্থা। আর কর্মীদের গতিবিধির উপর নজরদারি চালাতেই অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তারা। আর সেই সংক্রান্ত কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, শৌচাগারের সিসিটিভি ব্যবস্থার কারণে সংস্থার ২ জন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর এক জন কর্মীকে শাস্তিস্বরূপ গুনতে হয়েছে মোটা জরিমানা। তবে প্রশ্নের মুখে পড়ে ওই সংস্থাটির দাবি, মূলত বাথরুম ব্রেক বা শৌচাগার বিরতির সময় কর্মীরা শৌচাগারে কী করছেন, তা জানার জন্যই এই পথ বেছে নেওয়া হয়েছে। আসলে বহু কর্মীই সিগারেট খেতে বা ধূমপান করতে শৌচাগারে যান। আর এই বিষয়টার উপর নজরদারি চালাতেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তারা। এমনকী ভাইরাল হওয়া ছবিতেও দেখা গিয়েছে, ওই সংস্থার শৌচাগারে সিগারেট নিয়ে হাজির হয়েছেন দু’জন।

advertisement

আরও পড়ুন- স্বাস্থ্যের অবনতি না কি কর্মক্ষেত্রে পদোন্নতি! পুজোর মাসে কেমন যাবে ভাগ্য, দেখে নিন আপনার রাশি মিলিয়ে

এটা যদিও নতুন কিছু নয়! কারণ বিশ্বের কিছু কিছু দেশে চাকরির নামে কর্মচারীদের রীতিমতো শোষণ করা হয় আজকের যুগেও। আর এ-ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে চিনের নাম। শোনা যায়, ওই দেশের কিছু কিছু সংস্থা কর্মীদের কাজের সময় এ-দিক ও-দিক তাকাতে দেয় না! আবার এ-ও শোনা যায় যে, টার্গেট পূরণ করতে না-পারলে কর্মীদের গলায় কুকুর বাঁধার শিকল বেঁধে রাখা হয়, এমনকী তাঁদের কাঁচা ডিমও পর্যন্ত খেতে বাধ্য করা হয়! এই ধরনের বর্বর আচরণের কথা বারবার শিরোনামে উঠে এসেছে। যদিও ওই প্রযুক্তি সংস্থাই প্রথম, যারা নিজেদের কর্মীদের উপর নজরদারি করার জন্যই সেখানে ক্যামেরা বসিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

তবে শৌচাগার বিরতি বা টয়লেট ব্রেক সংক্রান্ত কড়া নিয়ম জারি করার অভিযোগ উঠেছে চিনের আরও একটি সংস্থার উপর। সংস্থার যে-সমস্ত কর্মীরা অফিসে থাকাকালীন শৌচাগারে বেশি সময় কাটাতেন, তাঁদের বেতন কেটে নেওয়া হয়েছে। আবার এমনও কিছু কিছু সংস্থা রয়েছে, যারা একাধিক বার শৌচাগারে যাওয়ার জন্য কর্মচারীদের থেকে জরিমানা নেয়। সেই কারণে একটি সংস্থা তো শৌচাগারে একটি টাইমারও বসিয়েছিল, যাতে কর্মীরা বেশিক্ষণ সেখানে বসে থাকতে না-পারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
অফিসের শৌচাগারেও সিসিটিভি ক্যামেরা! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল