Sourav Ganguly: ক্যাপ্টেন হরমনপ্রীতের পর এবার সৌরভও জানালেন ঝুলনের অবসর কবে

Last Updated:

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ঝুলন লর্ডসে শেষ ম্যাচ খেলবে। আমি চাই সর্বোচ্চ সম্মানের সঙ্গেই ঝুলন ওঁর কেরিয়ার শেষ করুক।’’

কলকাতা: ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারতে হয়েছে টি২০ সিরিজে ৷ তবে ওয়ান ডে সিরিজে ভাল পারফরম্যান্স হরমনপ্রীতদের ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারতীয় দল ৷ আগামী শনিবার লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৷ ওই ম্যাচ ঝুলন গোস্বামীর জন্য ফেয়ারওয়েল ম্যাচ হচ্ছে কী না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷ অধিনায়ক হরমনপ্রীত কউরের পর অবশ্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে দিলেন লর্ডসের ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে ঝুলনের ৷ তবে এ ব্যাপারে নিজে এখনও কিছুই ঘোষণা করেননি ঝুলন ৷
'চাকদহ এক্সপ্রেস' আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন কী না। তা জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷  বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঝুলনের অবসর নিয়ে কিছুই জানানো হয়নি ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে ঝুলনের প্রশংসা করে সৌরভ বলেন, ‘‘ঝুলন প্রকৃত অর্থেই একজন লেজেন্ড। মহিলাদের ক্রিকেটে ও সর্বকালের সর্বাধিক উইকেটশিকারি। বাংলার মেয়ে, চাকদহের মেয়ে। আমার সঙ্গে ওর খুব ভাল সম্পর্ক। বিগত তিন বছর আমি বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। এই সময়ে মধ্যে ঝুলন, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউরের সঙ্গে মহিলা ক্রিকেট নিয়ে আমার প্রচুর বৈঠক এবং আলোচনা হয়েছে। সত্যি বলতে ঝুলনের জন্য আমি খুবই খুশি।’’
advertisement
Ashok Todi, Chairman, Lux Industries and Saket Todi, Executive Director, Lux Industries along with the new brand ambassador of Lux Cozi Mr Sourav Ganguly at the announcement Ashok Todi, Chairman, Lux Industries and Saket Todi, Executive Director, Lux Industries along with the new brand ambassador of Lux Cozi Mr Sourav Ganguly at the announcement
advertisement
সৌরভ এদিন আরও বলেন, ‘‘ ঝুলনের বয়স প্রায় ৪০। কী অসাধারণ কেরিয়ার ওর ৷ আমিও চাইতাম আমার মেয়ে ক্রিকেট খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। ও যদি খেলে ঝুলনের মতো কেরিয়ার গড়তে পারত, তাহলে দারুণ হত। ঝুলন লর্ডসে শেষ ম্যাচ খেলবে। আমি চাই সর্বোচ্চ সম্মানের সঙ্গেই ঝুলন ওঁর কেরিয়ার শেষ করুক। ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ক্যাপ্টেন হরমনপ্রীতের পর এবার সৌরভও জানালেন ঝুলনের অবসর কবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement