আরও পড়ুন-বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল
টিকটকে @nik.alisa নামের একটি অ্যাকাউন্ট থেকে এক মালয়েশিয়ার বিমানসেবিকা নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ অ্যালিসা মালয়েশিয়ান এয়ারলাইন্সে কাজ করেন ৷ কেবিন ক্রু-র চাকরির খারাপ, ভালো সবকিছুই তিনি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৷ সম্প্রতি কোরিয়ায় ফ্লাই করার সময় লে ওভারে একটি হোটেলে রাত কাটিয়েছিলেন অ্যালিসা ৷ দক্ষিণ কোরিয়ার এক হোটেলের ঘরে একটা জিনিস আবিষ্কার করতেই চমকে ওঠেন তিনি !
advertisement
অ্যালিসা দেখতে পান, তাঁর ঘরের মধ্যে লাগানো এয়ার কন্ডিশনের মধ্যে একটি লাল রঙের আলো জ্বলছে ৷ তখনই তাঁর মনে সন্দেহ হয় ৷ ভিতরে কিছু একটা রয়েছে বুঝতে পারেন ৷ কোনও ‘হিডেন ক্যামেরা’ নেই তো ! এমনটা ভেবেই আঁতকে ওঠেন তিনি ৷ এরপর হোটেল কর্তৃপক্ষকে কল করার পাশাপাশি পুলিশকেও খবর দেন ওই বিমানসেবিকা ৷ এরপর পুলিশ এসে এয়ার কন্ডিশন মেশিনের ভিতরে লাইট কেন জ্বলছে তা খতিয়ে দেখে ৷ এসি মেশিন খুলতেই সেটির ভিতর থেকে বেরিয়ে আসে একটি গোপন ক্যামেরা !
এভাবে হোটেলের রুমে বা বাথরুমে কোনও গোপন ক্যামেরা, সিসিটিভি থাকাটা যথেষ্ট আতঙ্কের ৷ এমন ঘটনা আগেও বহুক্ষেত্রে শোনা গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেই চলেছে ৷ হোটেলের রমে থাকাই এখন যথেষ্ট আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ সবসময় সবকিছু নজরে যে পড়বেই, তার কোনও নিশ্চয়তা নেই ৷