TRENDING:

Video on Titan Tragedy: অতল অতলান্তিকে কীভাবে তুবড়ে যায় ডুবোজাহাজ টাইটান, দেখুন হাড়হিম করা ভাইরাল ভিডিওতে

Last Updated:

Video on Titan Tragedy: ইউটিউবে পোস্ট হওয়ামাত্র ভাইরাল হয়েছে ভিডিওটি৷ ধাপে ধাপে তুলে ধরা হয়েছে কীভাবে ও কেন টাইটানিকের পথে জলস্তরের চাপে পিষ্ট হয়ে যায় টাইটান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হাড়হিম করা এক অ্যানিমেটেড ভিডিও৷ সেই ভিডিও দেখিয়েছে কীভাবে ওশনগেট সংস্থার ডুবোজাহাজ টাইটান পিষ্ট হয়ে গিয়েছিল অতলান্তিক মহাসাগরের গভীরে৷ টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ দেখতে গিয়ে ওই ডুবোজাহাজে সলিলসমাধি হয় পাঁচ দুঃসাহসী অভিযাত্রীর৷ অতলান্তিকের নীচে ১৩ হাজার ফুট গভীরতা পর্যন্ত নেমেছিল টাইটান৷ তার পরই ঘটে মর্মান্তিক পরিণতি৷ জলস্তরের চাপে তুবড়ে যায় টাইটান৷ কীভাবে শেষ মুহূর্তের দিকে তিলে তিলে এগিয়ে গিয়েছিল টাইটান, সেটাই দেখাচ্ছে এই ভিডিও৷ ইউটিউবে পোস্ট হওয়ামাত্র ভাইরাল হয়েছে ভিডিওটি৷ ধাপে ধাপে তুলে ধরা হয়েছে কীভাবে ও কেন টাইটানিকের পথে জলস্তরের চাপে পিষ্ট হয়ে যায় টাইটান৷
advertisement

ওপেন সোর্স সফ্টওয়্যার ব্লেন্ডার এই ভিডিও তৈরি করা হয়েছে৷ ভিডিওতে অ্যানিমেটররা চেষ্টা করেছেন টাইটানের অন্দরমহল দেখাতে৷ তাঁদের মতে, গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য টাইটান ছিল বেসিক সাবমেরিন৷ একবার দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

advertisement

সম্প্রতি স্প্যানিশ ইঞ্জিনিয়ার ও আন্ডারওয়াটার এক্সপার্ট জোসে লুইস মার্টিন দাবি করেছেন টাইটান ধ্বংসের ৪৮ সেকেন্ডে থেকে ৭১ সেকেন্ডের মাথায় অভিযাত্রীরা টের পেয়েছিলেন তাঁদের অন্তিম মুহূর্ত উপস্থিত৷ তাঁর দাবির পর পরই ইন্টারনেটে বাজিমাত করেছে এই অ্যানিমেটেড ভিডিও৷ মার্টিন ধাপে ধাপে তুলে ধরেছেন টাইটানের মর্মান্তিক পরিণতি৷ তাঁর মতে, টাইটানের দূর নিয়ন্ত্রিত অবতরণের সময় কোনও বৈদ্যুতিন ত্রুটি হয়েছিল৷ সেই কারণে ডুবোজাহাজটির হদিশ উধাও হয়ে যায়৷ এর পর নিয়ন্ত্রণ হারিয়ে টাইটান হু হু করে নামতে থাকে অতল গভীরতায়৷ ভয়ঙ্কর সেই ‘ফ্রি ফল’ চলে ৪৮ সেকেন্ড থেকে ৭১ সেকেন্ড পর্যন্ত৷ তখনই যাত্রীরা টের পান তাঁদের শেষ মুহূর্ত উপস্থিত৷ ডুবোজাহাজ ভারসাম্য হারিয়ে ফেলায় একে অন্যের উপর হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন যাত্রীরা৷ ধারণা বিশেষজ্ঞ মার্টিনের৷ তত ক্ষণে আলো নিভে গিয়ে নিকষ অন্ধকারে ডুবে গিয়েছিল ডুবোজাহাজ টাইটান৷ টাইটানিকের মতো সেও তার যাত্রায় চিরকালের মতো ইতি টানে অতল অতলান্তিকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টাইটানের যাত্রী ছিলেন ব্রিটিশ ধনকুবের হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ, তাঁর ছেলে সুলেমান, ওশনগেট সংস্থার সিইও স্টকটন রাশ এবং ফরাসি ডুবোজাহাজ বিশেষজ্ঞ পল অঁরি নার্গিওলেট৷ পাঁচ দুঃসাহসী অভিযাত্রী চিরঘুমে ঘুমিয়ে পড়লেন টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Video on Titan Tragedy: অতল অতলান্তিকে কীভাবে তুবড়ে যায় ডুবোজাহাজ টাইটান, দেখুন হাড়হিম করা ভাইরাল ভিডিওতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল