বলসোনারো অবশ্য় নিজের সমর্থকদের এই তাণ্ডবকে সমর্থন করেননি। সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবনে তাঁর সমর্থকরা যেভাবে ঢুকে পড়েছেন, তার সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন: ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
ছবিতে দেখা গিয়েছে, ব্রাজিলের জাতীয় পতাকার রংয়ের সঙ্গে মিলিয়ে হলুদ এবং সবুজ রংয়ের পোশাক পরে হাজার হাজার বিক্ষোভকারী দেশের সংসদ ভবনের সঙ্গে ঢুকে পড়ছেন। সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকেও ধ্বংসলীলা চালায় তারা। প্রেসিডেন্টের বাসভবন চত্বরেও দেখা যায় বিক্ষোভকারীদের।
advertisement
২০২১ সালের ৬ জানুয়ারি যেভাবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্য়াপিটল ভবনের দখল নিয়েছিল, ব্রাজিলের ঘটনায় সেই অভ্য়ুত্থানের কথা মনে পড়ছে অনেকের।
ঘটনার সময় প্রেসিডেন্ট লুলা দেশের দক্ষিণ পূর্বের বন্য়া কবলিত শহর আরারাকোয়ারাতে ছিলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে বিশেষ ক্ষমতা দিয়ে একটি নির্দেশনামায় সই করেন তিনি।
গত অক্টোবর মাসের নির্বাচনে বলসোনারোকে অল্প ব্য়বধানে হারিয়ে নির্বাচনে জয়ী হন লুলা। তার পর থেকেই চরম ডানপন্থী নেতা বলসোনারোর সমর্থকরা লুলার ক্ষমতা দখলের বিরোধিতা করছিলেন। দেশের বিভিন্ন সেনা ছাউনির বাইরে জমায়েত করে সেনা অভ্য়ুত্থানেরও দাবি জানাচ্ছিলেন তাঁরা। রবিবারও অভ্য়ুত্থানের সময় কংগ্রেস ভবনের ছাদে উঠে সামরিক হস্তক্ষেপের দাবিতে ব্য়ানার ঝুলিয়ে দেন বলসোনারোর সমর্থকরা।
আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ছ' বছরের ছাত্র, আমেরিকার স্কুলে আতঙ্ক! ছক কষেই হামলা, দাবি পুলিশের
রবিবারের ঘটনার পর লুলা বলেন, 'এই ফ্য়াসিস্ট উগ্রবাদীরা যা ঘটিয়েছে, দেশের ইতিহাসে কখনও তা দেখা যায়নি।' বিক্ষোভকারীদের ঠেকাতে প্রথমে ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার স্কয়্য়ারে ব্য়ারিকেড তৈরি করে পুলিশ। কিন্তু সেই ব্য়ারিকেড ভেঙেই সংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে পড়েন বলসানারোর সমর্থকরা।
পরে অবশ্য় ঘোড়সওয়ার পুলিশ এবং টিয়ার গ্য়াস বোমা ব্য়বহার করে পুলিশ। হেলিকপ্টারও ব্য়বহার করা হয়। তবে কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের বাসভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দেওয়া হলেও রবিবার বিকেল পর্যন্ত ভবনগুলির বাইরে প্রচুর বিক্ষোভকারীর জমায়েত দেখা যায়।