ম্যানহ্যাটনের আদালতে মাদুরোকে হাজির করানোর সেই ছবি শেয়ার করেছে সংবাদসংস্থা রয়টার্স৷ এদিন বছর তেষট্টির মাদুরোকে প্রথমে কপ্টারে করে একটি ফুটবল গ্রাউন্ডে নামানো হয়৷ তারপর তাঁকে তুলে দেওয়া হয় একটি গাড়িতে৷
আরও পড়ুন: প্রথমে নির্যাতন, তারপর কেটে দেওয়া হল চুল! বাংলাদেশে ফের অত্যাচার, পৃথক ঘটনায় খুন আরও ১
advertisement
তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ইউএস ডিস্ট্রিক্ট জাজ ৯২ বছরের আলভিন হেলেরস্টেইনের এজলাসে৷ প্রসঙ্গত, এই হেলেরস্টেইন কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ৷ আমেরিকার বহু বহু হাই প্রোফাইল কেসের বিচার করেছেন তিনি৷ ১১ সেপ্টেম্বরের হামলা থেকে শুরু করে সুদানের গণহত্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত একাধিক মামলা৷
ভেনেজুয়েলার নেতা মাদুরো অনেক দিন ধরেই বলে আসছিলেন, তাঁর দেশের তেলসম্পদ দখল করতে চায় আমেরিকা। আর এ কারণেই ওয়াশিংটন নানা অজুহাত দাঁড় করাচ্ছে। নিষেধাজ্ঞা, বেআইনি সামরিক তৎপরতাসহ নানা পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার ওপর চাপ ক্রমাগত বাড়াচ্ছে আমেরিকা।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল। মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করে আসছিল, ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক ও অস্ত্র পাচার করা হচ্ছে। গ্যাং পাঠানো হচ্ছে। এসবের হোতা স্বয়ং মাদুরো। তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। মাদুরো শুধু আন্তর্জাতিক-আঞ্চলিক হুমকিই নন, তিনি নিজ দেশের জনগণের জন্যও একজন বিপজ্জনক ব্যক্তি। মাদুরো একজন অবৈধ প্রেসিডেন্ট। তিনি মানবাধিকার লঙ্ঘনকারী।
দু’দেশের মধ্যে উত্তাপ চড়ছিলই৷ কিন্তু, বর্ষশেষের রাতে কিছুটা হলেও সুর নরম করেছিলেন মাদুরো৷ আঁচ করেছিলেন কি? তাঁকে তাঁরই বাসভবন থেকে তুলে নিয়ে যেতে পারে আমেরিকা? নতুন বছর পড়তে না পড়তেই সিনেমাকে হার মানিয়ে দেওয়া এক রুদ্ধশ্বাস অপারেশনে আমেরিকার DEA ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে এল মাদুরো আর তাঁর স্ত্রীকে৷
