TRENDING:

Venezuela's Nicolás Maduro: পরনে জেলের পোশাক..খুঁড়িয়ে হাঁটছেন সামান্য! ভেনেজুয়েলার মাদুরোকে মার্কিন কোর্টে তুলল ট্রাম্প-সরকার

Last Updated:

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল। মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: পরনে সেই খাকি জেল জাম্পস্যুট৷ কমলা রঙের জুতো৷ কলারের কাছ থেকে উঁকি মারছিল কালো শার্ট৷ সামান্য খুঁড়িয়ে হাঁটছেন৷ দু’টো হাতে জোড়া করে হাতকড়া পরানো৷ কনুইয়ের কাছ থেকে হাত দু’টো ধরে রেখেছে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) সশস্ত্র দুই এজেন্ট৷ হেলিকপ্টার থেকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমেরিকার হাতে অপহৃত ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে৷ সোমবার নিউ ইয়র্কের কোর্টে পেশ করা হয় মাদুরো এবং তাঁর স্ত্রীকে৷
News18
News18
advertisement

ম্যানহ্যাটনের আদালতে মাদুরোকে হাজির করানোর সেই ছবি শেয়ার করেছে সংবাদসংস্থা রয়টার্স৷ এদিন বছর তেষট্টির মাদুরোকে প্রথমে কপ্টারে করে একটি ফুটবল গ্রাউন্ডে নামানো হয়৷ তারপর তাঁকে তুলে দেওয়া হয় একটি গাড়িতে৷

আরও পড়ুন: প্রথমে নির্যাতন, তারপর কেটে দেওয়া হল চুল! বাংলাদেশে ফের অত্যাচার, পৃথক ঘটনায় খুন আরও ১

advertisement

তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ইউএস ডিস্ট্রিক্ট জাজ ৯২ বছরের আলভিন হেলেরস্টেইনের এজলাসে৷ প্রসঙ্গত, এই হেলেরস্টেইন কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ৷ আমেরিকার বহু বহু হাই প্রোফাইল কেসের বিচার করেছেন তিনি৷ ১১ সেপ্টেম্বরের হামলা থেকে শুরু করে সুদানের গণহত্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত একাধিক মামলা৷

ভেনেজুয়েলার নেতা মাদুরো অনেক দিন ধরেই বলে আসছিলেন, তাঁর দেশের তেলসম্পদ দখল করতে চায় আমেরিকা। আর এ কারণেই ওয়াশিংটন নানা অজুহাত দাঁড় করাচ্ছে। নিষেধাজ্ঞা, বেআইনি সামরিক তৎপরতাসহ নানা পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার ওপর চাপ ক্রমাগত বাড়াচ্ছে আমেরিকা।

advertisement

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল। মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়।

advertisement

আরও পড়ুন : জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল…পুকুরে ঝাঁপ দিয়েও বাঁচা হল না! দীপু দাসের পরে বাংলাদেশে মৃত্যু খোকনের

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করে আসছিল, ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক ও অস্ত্র পাচার করা হচ্ছে। গ্যাং পাঠানো হচ্ছে। এসবের হোতা স্বয়ং মাদুরো। তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। মাদুরো শুধু আন্তর্জাতিক-আঞ্চলিক হুমকিই নন, তিনি নিজ দেশের জনগণের জন্যও একজন বিপজ্জনক ব্যক্তি। মাদুরো একজন অবৈধ প্রেসিডেন্ট। তিনি মানবাধিকার লঙ্ঘনকারী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুষ্কৃতীরা
আরও দেখুন

দু’দেশের মধ্যে উত্তাপ চড়ছিলই৷ কিন্তু, বর্ষশেষের রাতে কিছুটা হলেও সুর নরম করেছিলেন মাদুরো৷ আঁচ করেছিলেন কি? তাঁকে তাঁরই বাসভবন থেকে তুলে নিয়ে যেতে পারে আমেরিকা? নতুন বছর পড়তে না পড়তেই সিনেমাকে হার মানিয়ে দেওয়া এক রুদ্ধশ্বাস অপারেশনে আমেরিকার DEA ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে এল মাদুরো আর তাঁর স্ত্রীকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Venezuela's Nicolás Maduro: পরনে জেলের পোশাক..খুঁড়িয়ে হাঁটছেন সামান্য! ভেনেজুয়েলার মাদুরোকে মার্কিন কোর্টে তুলল ট্রাম্প-সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল