প্রাক্তন ছাত্রীর নাম মোনিকা কেচাম। ৩১ বছর বয়সি মোনিকা থাকেন আমেরিকার মিশিগানে। স্কুলজীবন শেষ হওয়ার পর তিন দশক পেরিয়ে অতীতের প্রিয় শিক্ষিকাকে খুঁজতে বসেছিলেন ফেসবুকে। পেয়েও গেলেন ৫৬ বছরের মিশেল ফস্টারকে। সংবাদমাধ্যমে মোনিকা জানিয়েছেন ২০০৪ সালে তিনি ক্লাস সেভেনে পড়তেন। তখন তাঁর ক্লাসের শিক্ষিকা ছিলেন মিশেল। সুখের অতীত মনে করে মোনিকা জানিয়েছেন তিনি ছিলেন শিক্ষিকা মিশেলের প্রিয় পাত্রী।
advertisement
আরও পড়ুন : বন্ধ হয়ে যায় বড় ব্যবসা, রাজমা-চাউলের উপর ভরসা করেই আর্থিক ভরাডুবি থেকে রক্ষা দম্পতির
ব্যক্তিগত জীবনে ঝড়ের মুখোমুখি হয়েই প্রাক্তন শিক্ষিকার স্নেহের পরশ খুঁজছিলেন মোনিকা। কারণ তিনি সমকামী বলে পরিবার থেকে বিচ্যুত হন পেশায় কনটেন্ট ক্রিয়েটর মোনিকা। তবে শিক্ষিকার মুখোমুখি হওয়ার আগে তাঁর মনে কোনও বিশেষ অনুভূতি ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে দুজনের দেখা হয় ২০২১-এর অগাস্টে। তার পরই পাল্টে যায় সম্পর্কের সমীকরণ। শিক্ষিকা-ছাত্রীর সম্পর্কে পেরিয়ে মনে লাগে অন্যরকম রং।
আরও পড়ুন : ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে
ক্রমশ বন্ধুত্ব রূপান্তরিত হয় প্রেমে। ২০২২ সালে মোনিকাই প্রোপোজ করেন মিশেলকে। সম্মতি জানাতে দেরি করেননি মোনিকা। এখন তাঁরা এনগেজড। ২০২২-এর সেপ্টেম্বর থেকে থাকছেন একসঙ্গেই।