মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত, এই সরীসৃপকে শিকার করা মুখের কথা ছিল না। রাত ৯ টা থেকে শুরু করে পরের দিন ভোর ৪ টে পর্যন্ত লড়াই করে তবেই হার মেনেছে কুমিরটি।
শিকারিদের কথায়, একসময় মনে হয়েছিল আর বোধহয় পারবেন না তাঁরা। বার বার তাঁদের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিল কুমিরটি। শারীরিক ও মানসিক দু’ দিক থেকেই ভেঙে পড়ছিলেন তাঁরা। রাতভর যুদ্ধ করার পর ক্লান্ত হয়ে পড়ে কুমিরটি।
advertisement
এর আগে মিসিসিপি অঞ্চলে নথিভুক্ত শিকারি যে বৃহত্তম কুমিরটি শিকার করেছিলেন তার দৈর্ঘ্য ছিল ১৪ ফুট। ২০১৭ সালে ন্যাটচেজ শহর থেকে ধরা ওই সরীসৃপের ওজন ছিল ৩৪৭ কেজি ৫০০ গ্রাম।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 8:46 AM IST