বুধবার দুপুরে এটি ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘ভারত ও চিনকে আমরা জানিয়েছি যে আমেরিকা ভারত চিনের সীমান্ত সমস্যা নিয়ে মধ্যস্থতা করতে ও সমাধান করতে তৈরি। ধন্যবাদ।’ যদিও ভারত বা চিনের প্রশাসন এখনও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি।
লাদাখ ও উত্তর সিকিমের ভারত চিন সীমান্ত বরাবর শেষ ক’দিন ধরেই ঝামেলা চলছে। দু’দেশই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য সীমান্তে সেনার জমায়েত করছে। দু’দেশই প্রমাণ করতে চাইছে সামরিকভাবে তাঁরা কতটা শক্তিশালী। গতকাল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস আর্মিকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদি বৈঠক করেছেন সামরিক শীর্ষ কর্তা ও শীর্ষ কূটনীতিকদের সঙ্গে। সব মিলিয়ে হাওয়া যথেষ্ট গরম। এই সুযোগে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের প্রাধান্য প্রমাণ করে শান্তি দূত হওয়ার সুযোগ ছাড়তে চাইছেন না ট্রাম্প!
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2020 6:06 PM IST