নিয়ম অনুযায়ী রানিকে স্পর্শ করতে পারেন না অন্য কোনও ব্যক্তি ৷ কিন্তু এ দিন প্রথা ভেঙে ৯৩ বছরের রানির পিঠে হাত রাখতে দেখা যায় ট্রাম্পকে ৷ বাকিংহাম প্যালেসে ভাষণ রাখার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানির ভূমিকা নিয়ে প্রশংসা করেন ট্রাম্প ৷ এরপরেই রানির পিঠ চাপড়ে দিতে দেখা যায় প্রেসিডেন্টকে ৷ অনেকেই মার্কিন প্রেসিডেন্টে এই আচরণকে রাজকীয় প্রোটোকল ভাঙা হিসেবেই দেখছেন।
advertisement
যদিও রাজ পরিবার এ ব্যাপারে কোনও আপত্তি তোলেনি। তাঁদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়, 'রানি অথবা রাজ পরিবারের কোনও সদস্যের সঙ্গে বৈঠকের সময় আচরণগত কোনও নিয়ম নেই। তবে অনেকেই ঐতিহ্য মেনে চলাটাই দেখতে চান।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2019 7:33 PM IST