মিশরের শার্ম এল-শেখ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে বলেন, ‘‘ভারত মহান দেশ। যার শীর্ষে রয়েছে আমার খুব ভাল বন্ধু। তিনি অসাধারণ কাজ করেছেন।’’ মোদির প্রশংসা করেই পাশে বসা শেহবাজ শরিফকে জিজ্ঞাসা করেন, ‘‘আমার মনে হয় ভারত এবং পাকিস্তান খুব ভালভাবে একসঙ্গে থাকবে, তাই না?’’ পেছনে দাঁড়িয়ে অপ্রস্তুত হাসি শেহবাজের। এরপর ট্রাম্প দুই দেশকেই মহান দেশ বলে উল্লেখ্য করেন।
advertisement
প্রসঙ্গত, এই সম্মেলনে শেহবাজ শরিফ ট্রাম্পের বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ভূমিকার ভূয়সী প্রশংসা করে ফের আমেরিকার প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি। শরিফ বলেন ট্রাম্পের নেতৃত্ব “দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে।” শরিফ গাজায় শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকার জন্য ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের একটি জোটকে কৃতিত্ব দেন।