মার্কিন সেনার ভেনিজুয়েলা আক্রমণ এবং সে দেশের প্রেসিডেন্ট মাদুরো বন্দি হওয়ার পর থেকেই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে লাতিন আমেরিকায়৷ তার মাঝেই মাদুরোর বন্ধু কলোম্বিয়ার প্রেসিডেন্ট পাদ্রোকে হুমকি ট্রাম্পের৷ পাদ্রোকেও ড্রাগ পাচারের অভিযোগে বিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ‘‘উনি (গোস্তাভো পাদ্রো) কোকেন তৈরি করে আমেরিকায় পাঠাচ্ছেন৷ খুব সাবধান থাকুন৷’’ গত কয়েকমাসে মাদুরোর মতোই পাদ্রোর সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প৷ এমনকী ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে বন্দি করার পর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট৷ তিনি এটিকে লাতিন আমেরিকার “সার্বভৌমত্বের ওপর আঘাত” বলে৷ এই ঘটনা মানবিক সংকট সৃষ্টি করতে পারে বলে সতর্কবার্তা দেন গোস্তাভো পাদ্রো।
আরও পড়ুন: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
এক্স (X)-এ দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, ভোরের আগেই তাঁর সরকার জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকে এবং কলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে—ভেনেজুয়েলা থেকে “শরণার্থীদের ব্যাপক ঢল” নামতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এরপরেই পাদ্রোকে সরাসরি হুমকি ট্রাম্পের৷
