কিয়েভের উপর মস্কোর ক্রমাগত আক্রমণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। রবিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমি ভেবেছিলাম উনি সেই ধরণের মানুষ, যিনি যা বলেন তা কাজেও করেন। উনি খুব সুন্দর করে কথা বলেন, তারপর রাতে বোম ফেলেন। আমরা এটা চাই না।’’ ইউক্রেনকে নয়া ডিফেন্স মিসাইল পাঠাতে চলেছে আমেরিকা, এদিন ঘোষণা করে দিলেন ট্রাম্প। যদিও কতগুলি পাঠানো হবে, সেই সংখ্যা এখনও নিশ্চিত করেননিন মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আমেরিকার পূর্ব নীতি থেকে একেবারে ভিন্ন পথে গিয়ে ট্রাম্প জানিয়েছেন জেলেনেস্কিকে কোনও ছাড় নয়। অস্ত্র কিনতে গেলে ১০০ শতাংশ মূল্যই দিতে হবে। তাঁর কথায়, ‘‘১০০ শতাংশ মূল্যই দিতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যবসা হবে।” কিছুদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানিয়েছেন, ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।