TRENDING:

Donald Trump: ‘সকালে সুন্দর কথা বলেন, রাতে বোম ফেলেন’! পুতিনের উপর ‘হতাশ’ ট্রাম্প, মিসাইল পাঠাচ্ছেন ইউক্রেনে

Last Updated:

Donald Trump: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে ‘ক্ষুব্ধ’, ‘হতাশ’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে ‘ক্ষুব্ধ’, ‘হতাশ’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন প্রেসিডেন্ট সাফ জানালেন পুতিনের উপর আস্থা হারিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধের কোনও আলোচনায় যোগ না দিয়ে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছেন পুতিন, এ অভিযোগ আগেও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
‘সকালে ভাল কথা বলেন, রাতে বোম ফেলেন’! পুতিনের উপর ‘হতাশ’ ট্রাম্প, মিসাইল পাঠাচ্ছেন ইউক্রেনে
‘সকালে ভাল কথা বলেন, রাতে বোম ফেলেন’! পুতিনের উপর ‘হতাশ’ ট্রাম্প, মিসাইল পাঠাচ্ছেন ইউক্রেনে
advertisement

কিয়েভের উপর মস্কোর ক্রমাগত আক্রমণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। রবিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমি ভেবেছিলাম উনি সেই ধরণের মানুষ, যিনি যা বলেন তা কাজেও করেন। উনি খুব সুন্দর করে কথা বলেন, তারপর রাতে বোম ফেলেন। আমরা এটা চাই না।’’ ইউক্রেনকে নয়া ডিফেন্স মিসাইল পাঠাতে চলেছে আমেরিকা, এদিন ঘোষণা করে দিলেন ট্রাম্প। যদিও কতগুলি পাঠানো হবে, সেই সংখ‍্যা এখনও নিশ্চিত করেননিন মার্কিন প্রেসিডেন্ট।

advertisement

আরও পড়ুন: মাত্র ২১ বছর বয়সেই সরকারি চাকরি, বেতন মাসিক ১ লক্ষ টাকা! IIT-নয়, কোথা থেকে, কী নিয়ে পড়াশোনা করে এই সাফল‍্য পেলেন যুবক?

আরও পড়ুন: স্বপ্ন পূরণের সময় এসে গিয়েছে! বৃহস্পতির উদয়ে গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, হাতে আসবে কুবেরের ধন, চাকরিতে বাড়বে বেতন

advertisement

যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আমেরিকার পূর্ব নীতি থেকে একেবারে ভিন্ন পথে গিয়ে ট্রাম্প জানিয়েছেন জেলেনেস্কিকে কোনও ছাড় নয়। অস্ত্র কিনতে গেলে ১০০ শতাংশ মূল‍্যই দিতে হবে। তাঁর কথায়, ‘‘১০০ শতাংশ মূল্যই দিতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যবসা হবে।” কিছুদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানিয়েছেন, ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ‘সকালে সুন্দর কথা বলেন, রাতে বোম ফেলেন’! পুতিনের উপর ‘হতাশ’ ট্রাম্প, মিসাইল পাঠাচ্ছেন ইউক্রেনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল