বুধবার ভারতীয় সময় অনুযায়ী মধ্য রাতে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আমেরিকার সেনা এখনও সরকারিভাবে মুখ না খুললেও ভেঙে পড়া যুদ্ধবিমানটি F-16 বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। সান বার্নার্ডিনো কাউন্টির দমকল বিভাগ বলেছে, ‘‘স্টেশন ৫৭ থেকে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দমকল কর্মীদের এদিন ঘটনাস্থলে পাঠানো হয়।’’
advertisement
আরও পড়ুন– জন্মহারের রেকর্ড এবার তলানিতে ! ৩ দশক পর কন্ডোমের উপর কর আরোপ করছে চিন
যুদ্ধবিমান ভেঙে পড়ার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, তীব্র বেগে গোঁত্তা খেয়ে বিমানবন্দরের জমিতে আছড়ে পড়ে একটি যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে ওঠে বিমানটি।
ঘটনার সময়ে ছবি তুলছিলেন ক্যালিফোর্নিয়ার ফটোজার্নালিস্ট কেলভিন চেং। তিনিও ভেঙে পড়া যুদ্ধবিমানটি F-16 ফাইটিং ফ্যালকন দাবি করে লিখেছেন, ‘F16 Thunderbird 5–এর শেষ টেক-অফের ছবি তুলছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেটা ট্রোনা বিমানবন্দরে ভেঙে পড়ে। নেলিস থেকে ৬টি যুদ্ধবিমান উড়েছিল। কিন্তু ফিরল ৫টি। পরে শেষ টেক-অফের ছবি পোস্ট করার চেষ্টা করব।’
