নাসার প্রজেক্টে ১৯ অক্টোবর রুশ সয়ূজ রকেটে চার মাসের জন্য মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন মহাকাশচারী শেন কিমব্রো ৷ তাঁর সঙ্গে আছেন দুই রুশ অ্যাস্ট্রোন্যাট ৷ নাসার পরিকল্পনা অনুযায়ী সেখানে আরও মাস চার থাকবেন এই তিন মহাকাশচারী ৷
মহাকাশে থেকেও পৃথিবীর থেকে দূর নন এরা কেউই ৷ মহাকাশে বসবাসকালের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ৷ তাই মার্কিন নাগরিক শেন কিমব্রো মহাকাশ থেকেই ভোট দিলেন কাঙ্ক্ষিত প্রার্থীকে ৷ নাসার তরফেই এই বার্তা দেওয়া হয় ৷ কিন্তু কি উপায়ে এই ভোট দান সম্ভব হল তা বলেনি নাসা ৷ ট্রাম্প না হিলারি কাকে সমর্থন জানিয়েছেন শেন তাও জানায়নি নাসা ৷
advertisement
এই প্রথম নয়, এর আগেও মহাকাশ থেকে ভোট দেওয়ার উদাহরণ রয়েছে ৷ মহাকাশ থেকে প্রথম ভোট দেন মার্কিন নাগরিক ডেভিড উলফ ৷ রাশিয়ান মহাকাশ স্টেশন মির থেকে ভোট দেন তিনি ৷ ১৯৯৭ সালে তৈরি হওয়া টেক্সাস আইন অনুযায়ী, মহাকাশচারীরা পৃথিবীর বাইরে থেকে ভোট দিতে পারেন ৷