TRENDING:

US mass shooting: আমেরিকায় ফের প্রকাশ্যে গুলি চালনার ঘটনা, আলাবামায় বন্দুকবাজের হানায় মৃত ৪

Last Updated:

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকের দেহেই একাধিক বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। বাকি বিষয় তদন্তের অগ্রগতির সঙ্গে জানানো হবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলাবামা: ফের আমেরিকায় গুলি চালনায় মৃত্যুর ঘটনা ঘটল, শনিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের একটি বারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: গত ৮ বছরে প্রথমবার সাদা ভাল্লুকের দর্শন, গুলি করে মেরে ফেলা হল এই দেশে

এই ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, চতুর্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজ একাধিক থাকতে পারে কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি আমেরিকান কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন: কোয়াড বৈঠকে বিপুল প্রশংসা মোদির! তাঁর নেতৃত্ব থেকে শেখার আছে, বললেন বাইডেন

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকের দেহেই একাধিক বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। বাকি বিষয় তদন্তের অগ্রগতির সঙ্গে জানানো হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এর আগেও গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক গুলি চালনার ঘটনা ঘটেছে, বহু মৃত্যুও ঘটেছে। কিন্তু, আমেরিকাতে অস্ত্র আইন নিয়ে শিথিলতার কথা বললেও এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। এই অস্ত্র আইন কঠোর করার জন্য একাধিকবার সরব হয়েছেন আমেরিকার সাধারণ নাগরিক কিন্তু, একের পর এক এই গুলি চালনার ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিল আমেরিকায় অস্ত্র আইন এখনও শিথিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US mass shooting: আমেরিকায় ফের প্রকাশ্যে গুলি চালনার ঘটনা, আলাবামায় বন্দুকবাজের হানায় মৃত ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল