পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। ইজরায়েল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
আরও পড়ুন : নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!
advertisement
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের উত্তরাধিকারী হিসেবে তিন জন মুসলিম ধর্মগুরুকে বেছে নিয়েছেন খামেনেই৷ তবে এই তালিকায় নিজের ছেলে মোজতাবাকে রাখেননি তিনি৷ এতদিন শোনা যাচ্ছিল, ইরানের পরবর্তী শাসক হিসেবে মোজাতাবাকে তৈরি করা হচ্ছে৷ ইরানের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই এই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷ শুধু নিজের উত্তরাধিকারী নয়, ইজরায়েলের হামলায় ইরান সেনার যে কম্যান্ডাররা নিহত হয়েছেন, তাঁদের স্থলাভিষিক্ত কারা হবেন, সেই তালিকাও খামেনেই তৈরি করছেন বলে খবর৷