‘‘আমি চুক্তিগুলি নিয়ে আলোচনা করব এবং পুরো চুক্তিটি ঠিক করব। তবে আসল কথা হল এটা উনার চুক্তি৷ উনিই শেষ করবেন৷ উনিই ডিল করেন৷ মোদিকে ফোন করতে হবে৷ মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে৷ ওঁরা অস্বস্তি বোধ করছেন৷ তাই মোদী ফোন করেননি’’, একটি পডকাস্টে এমনই মন্তব্য করলেন লুটনিক৷
আরও পড়ুন: ‘আমার কোনও ভয় নেই’! হুমকি মেলের তোয়াক্কা না করেই কলকাতার রাস্তায় চকোলেট বিলি রাজ্যপালের
advertisement
সিলিকন ভ্যালির এক উদ্যোগপ্রণেতার পডকাস্টে লুটনিক ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে বলেন, আমেরিকা অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছে৷ যদিও আমেরিকা ভেবেছে ভারতই প্রথমে চুক্তি করবে৷ ‘‘ভারত ভুলদিকে রয়েছে,’’ মন্তব্য লুটনিকের৷ লুটনিকের দাবি অন্যান্য দেশ চুক্তি করলেও ভারত করে উঠতে পারেনি৷ পিছিয়ে পড়ে ভারত৷
‘‘মনে করে দেখুন, আমরাই (আমেরিকা) প্রথম ডিলটা করেছিলাম৷ সময় দেওয়া হয়েছিল৷ দুটি শুক্রবারের মধ্যে করতে হবে চুক্তি৷ কারণ ওইদিনই শেষ করার ছিল৷ অন্যান্য সমস্ত দেশ কথাবার্তা চালাতে থাকে৷ প্রেসিডেন্ট ট্রাম্প সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন৷ প্রথমদিকে যারা করেছে চুক্তি তারা সেরা চুক্তি করতে পেরেছে৷ প্রথম দেশের চুক্তির পর সব দেশই চুক্তি করতে চেয়েছিল৷ বাকিরা সুযোগ বুঝে এগিয়ে এসেছে৷’’
লুটনিক আরও বলেন যে ভারত ও আমেরিকা যে শর্তাবলীর অধীনে চুক্তিটি চূড়ান্ত করার কাছাকাছি ছিল তা আর বৈধ নয়। “আমেরিকা সেই বাণিজ্য চুক্তি থেকে সরে এসেছে যেটিতে আমরা আগে সম্মত হয়েছিলাম। আমরা আর এটি নিয়ে ভাবছি না,” তিনি বলেন। ভারত সরকার এখনও লুটনিকের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি।
