মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির সঙ্গে কথা চলছে৷ তাঁকে বলা হয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহার করে যে জঙ্গি সংগঠনগুলি সক্রিয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ইসলামাবাদ৷ বালাকোট সেক্টরে ভারতীয় বায়ুসেনার বিমানহানাকে 'সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ' বলেও আখ্যা দিয়েছে ওয়াশিংটন৷ একইসঙ্গে ভারত ও পাকিস্তানকে শান্তি আলোচনা শুরু করারও আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
advertisement
বুঝে ওঠার আগেই সব শেষ। মিনিট পনেরোর অপারেশন। তাতেই খতম মাসুদের শ্যালক-সহ, জইশ-ই-মহম্মদের অন্তত ৩৫০ জঙ্গি। তেমনটাই দাবি সেনাবাহিনী সূত্রের। এরপরেই বিভিন্ন দেশের তরফে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ৷ এই ঘটনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় চিনও দু'পক্ষকে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। চিনের আশা দু'দেশই সংযম দেখাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করে চলবে।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, 'ভারত ও পাকিস্তান এই দু দেশই দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা একই সঙ্গে এ দুদেশের স্বার্থে যেমন জরুরি, তেমনই সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্যও তা প্রয়োজনীয়।'
আরও ভিডিও: ভোররাতে ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক শুরু করল...