TRENDING:

UK Heatwave: ৪০ ডিগ্রিতে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীর জলপান, তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের

Last Updated:

UK Heatwave:এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে৷ চলতি গ্রীষ্মের মরশুমে গ্রেট ব্রিটেনে সোমবার ছিল উষ্ণতম দিন ৷ অসহনীয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীকেও কর্তব্যরত অবস্থায় জলপান করাতে হল! লন্ডনের রাজপথে এ দৃশ্য এখন ভাইরাল৷ ব্রিটেনের হেল্থ সিকিওরিটি এজেন্সি এবং আবহাওয়া অফিস এই প্রথম রেড অ্যালার্ট জারি করেছে৷ চূড়ান্ত তাপমাত্রায় প্রাণ বাঁচাতে জারি করা হয়েছে সতর্কতা৷ হেল্থ সিকিয়োরিটি এজেন্সির তরফে ইংল্যান্ডে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিট হেল্থ ওয়ার্নিং জারি করা হয়েছে চতুর্ত স্তর পর্যন্ত ৷
তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের
তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের
advertisement

এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার৷ আবহবিদদের পূর্বাভাস, মঙ্গলবার তাপপ্রবাহ শীর্ষবিন্দুতে উঠবে৷ তবে কিছুটা স্বস্তি দিয়ে বুধবারবৃষ্টির পূর্বাভাস আছে৷ রেল সংস্থাগুলি দেয় এমন সংস্থাগুলি বাধ্য হচ্ছে পরিষেবা বাতিল করতে ৷ বন্ধ রাখা হয়েছে স্কুলও৷ স্বাস্থ্য পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানে জারি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা৷

আরও পড়ুন : তিনিই হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? দলের নেতা নির্বাচনের প্রথম ধাপে জয়ী ঋষি সুনক

advertisement

ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে নেটওয়ার্কের কিছু অংশে তাপমাত্রার জন্য ক্ষতি এড়াতে কিছু নিয়ন্ত্র জারি করা হয়েছে৷ কারণ অত্যধিক গরমে রেলপরিষেবা, বিদ্যুৎপরিবাহী তার, সিগন্যালিং ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ নেটওয়ার্ক রেল-এর তরফে জানানো হয়েছে প্রতিকূল আবহাওয়ায় পরিষেবা বিলম্বিত হতে পারে এবং অনেক বেশি সময় লাগতে পারে ৷ সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে জরুরি প্রয়োজন না থাকলে সোমবার ও মঙ্গলবার বাডি় থেকে না বার হতে ৷

advertisement

আরও পড়ুন : ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

দেশবাসীর স্বাস্থ্য ও সুরক্ষা নিয়েও চিন্তিত ব্রিটেনের আবহাওয়া দফতর ৷ মনে করা হচ্ছে এই চড়া তাপমাত্রায় শুধু হাই রিস্ক গ্রুপে থাকা মানুষজনই নন, অসুস্থ হতে পারেন সুস্থ ও স্বাভাবিকরাও৷ স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মপদ্ধতিতে কিছউ পরিবর্তন আনা বাঞ্ছনীয় বলে মনে করা হচ্ছে৷ বিদ্যুৎ, জল ও মোবাইল ফোন পরিষেবা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা ৷ তবে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে ব্রিটিশ সরকারের তরফে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
UK Heatwave: ৪০ ডিগ্রিতে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীর জলপান, তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল