এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার৷ আবহবিদদের পূর্বাভাস, মঙ্গলবার তাপপ্রবাহ শীর্ষবিন্দুতে উঠবে৷ তবে কিছুটা স্বস্তি দিয়ে বুধবারবৃষ্টির পূর্বাভাস আছে৷ রেল সংস্থাগুলি দেয় এমন সংস্থাগুলি বাধ্য হচ্ছে পরিষেবা বাতিল করতে ৷ বন্ধ রাখা হয়েছে স্কুলও৷ স্বাস্থ্য পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানে জারি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা৷
আরও পড়ুন : তিনিই হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? দলের নেতা নির্বাচনের প্রথম ধাপে জয়ী ঋষি সুনক
advertisement
ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে নেটওয়ার্কের কিছু অংশে তাপমাত্রার জন্য ক্ষতি এড়াতে কিছু নিয়ন্ত্র জারি করা হয়েছে৷ কারণ অত্যধিক গরমে রেলপরিষেবা, বিদ্যুৎপরিবাহী তার, সিগন্যালিং ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ নেটওয়ার্ক রেল-এর তরফে জানানো হয়েছে প্রতিকূল আবহাওয়ায় পরিষেবা বিলম্বিত হতে পারে এবং অনেক বেশি সময় লাগতে পারে ৷ সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে জরুরি প্রয়োজন না থাকলে সোমবার ও মঙ্গলবার বাডি় থেকে না বার হতে ৷
আরও পড়ুন : ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেন
দেশবাসীর স্বাস্থ্য ও সুরক্ষা নিয়েও চিন্তিত ব্রিটেনের আবহাওয়া দফতর ৷ মনে করা হচ্ছে এই চড়া তাপমাত্রায় শুধু হাই রিস্ক গ্রুপে থাকা মানুষজনই নন, অসুস্থ হতে পারেন সুস্থ ও স্বাভাবিকরাও৷ স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মপদ্ধতিতে কিছউ পরিবর্তন আনা বাঞ্ছনীয় বলে মনে করা হচ্ছে৷ বিদ্যুৎ, জল ও মোবাইল ফোন পরিষেবা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা ৷ তবে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে ব্রিটিশ সরকারের তরফে৷