আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেন্তিনা অ্যাসল্ট রাইফেল চালনার প্রশিক্ষণ পেয়েছেন পূর্ব ইউরোপের মারিউপোলে ন্যাশনাল গার্ডের প্রশিক্ষণ শিবিরে৷ রুশ আক্রমণ হলে তা প্রতিরোধ করতে প্রশিক্ষিত হয় শিশুরাও৷
আরও পড়ুন : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের
জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব বৃদ্ধা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তিনি গুলি চালাতে দ্বিধা করবেন না৷ আরও জানিয়েছেন তিনি অবশ্যই তাঁর দেশ, শহর এবং শিশুদের রক্ষা করবেন৷ স্বীকার করেছেন বয়সের ভারে এখন হয়তো দক্ষ সৈন্য হতে পারবেন না৷ কিন্তু প্রতিরোধ করবেন৷ বলেছেন, ‘‘আমি সেটা করব কারণ চাই না আমার দেশ, আমার শহর হেরে যাক৷ লড়াইয়ের জন্য আমি প্রস্তুত৷’’ তবে তিনি জানেন বয়সের ভার বড় সমস্যা হবে৷ হাতের অস্ত্রও বেশ ভারী তাঁর কাছে৷
advertisement
আরও পড়ুন : উড়ানের মাঝে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত, ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
আরও পড়ুন : ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
এই বৃদ্ধার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও অসংখ্য সাধারণ দেশবাসীকে৷ শেখানো হচ্ছে শত্রুর মুখে পড়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মূল পাঠ৷ এমনকি, প্রশিক্ষণ পর্বে অনেক বাবা মা স্বেচ্ছায় এনেছেন তাঁদের শিশুদের৷ কারণ জানতে চাইলে একজন মা বলেছেন, ‘‘আমরা সব বিষয়ে সতর্ক হতে চাই৷ এবং আমি চাই আমার ছেলেও যেন সব রকমের কাজ করতে পারে৷’’