TRENDING:

Grandmother is ready with AK47 : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা

Last Updated:

হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-সহ বৃদ্ধার ছবি ছড়িয়ে পড়েছে৷(Ukrainian grandmother is ready with AK47 amid tension with Russia)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথায় শনের নুড়ি৷ বলিরেখাভর্তি টুকটুকে মুখে লাল লিপস্টিক পরা ঠোঁট৷ এই অবধি তিনি স্নেহময়ী ঠাকুমারূপীই৷ কিন্তু ভুল ভাঙে তাঁর হাতের দিকে তাকালেই৷ সেখানে ধরে আছেন একে-৪৭! ইউক্রেনের বৃদ্ধার ছবি এখন ভাইরাল৷ ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে চাপাউতোর বাড়তেই ট্যুইটারে ছড়িয়ে পড়েছে ইউক্রেনের ভ্যালেন্তিনা কনস্তান্তিনোভস্কের ছবি৷ ৭৯ বছর বয়সি এই বৃদ্ধা অংশ নিয়েছেন সিভিলিয়ান কমব্যাট ট্রেনিং-এ৷ সেখানেই হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-সহ বৃদ্ধার ছবি ছড়িয়ে পড়েছে৷(Ukrainian grandmother is ready with AK47 amid tension with Russia)
advertisement

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেন্তিনা অ্যাসল্ট রাইফেল চালনার প্রশিক্ষণ পেয়েছেন পূর্ব ইউরোপের মারিউপোলে ন্যাশনাল গার্ডের প্রশিক্ষণ শিবিরে৷ রুশ আক্রমণ হলে তা প্রতিরোধ করতে প্রশিক্ষিত হয় শিশুরাও৷

আরও পড়ুন : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের

জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব বৃদ্ধা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তিনি গুলি চালাতে দ্বিধা করবেন না৷ আরও জানিয়েছেন তিনি অবশ্যই তাঁর দেশ, শহর এবং শিশুদের রক্ষা করবেন৷ স্বীকার করেছেন বয়সের ভারে এখন হয়তো দক্ষ সৈন্য হতে পারবেন না৷ কিন্তু প্রতিরোধ করবেন৷ বলেছেন, ‘‘আমি সেটা করব কারণ চাই না আমার দেশ, আমার শহর হেরে যাক৷ লড়াইয়ের জন্য আমি প্রস্তুত৷’’ তবে তিনি জানেন বয়সের ভার বড় সমস্যা হবে৷ হাতের অস্ত্রও বেশ ভারী তাঁর কাছে৷

advertisement

আরও পড়ুন : উড়ানের মাঝে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত, ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা

advertisement

আরও পড়ুন : ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বৃদ্ধার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও অসংখ্য সাধারণ দেশবাসীকে৷ শেখানো হচ্ছে শত্রুর মুখে পড়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মূল পাঠ৷ এমনকি, প্রশিক্ষণ পর্বে অনেক বাবা মা স্বেচ্ছায় এনেছেন তাঁদের শিশুদের৷ কারণ জানতে চাইলে একজন মা বলেছেন, ‘‘আমরা সব বিষয়ে সতর্ক হতে চাই৷ এবং আমি চাই আমার ছেলেও যেন সব রকমের কাজ করতে পারে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Grandmother is ready with AK47 : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল