ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানি শহর কিয়েভে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আক্রমণের ফলে রবিবার এক চার বছরের শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেন মিসাইল ছোড়ে। তা একটি জনবসতিপূর্ণ বাড়িতে ভেঙে পড়লে ১৫ জন আহত হন।
এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপর চারটি ব্যালিস্টিক মিসাইল, ৫৭টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানান হয়েছে।
advertisement
আরও পড়ুন: চরমসীমা ছাত্রদের, হাসিনার পর এবার পদত্যাগে বাধ্য হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি
ইতিমধ্যেই কিয়েভের ব্রোভারি এলাকায় এক বছর ৩৫-এর ব্যক্তি এবং তাঁর ছেলের দেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে পাওয়া গিয়েছে।
কিন্তু, রাশিয়ার উপরে এখনই আক্রমণের ঝাঁজ কমাতে নারাজ ইউক্রেন। ক্রুস্ক অঞ্চলে সামরিক অভিযান এই নিয়ে ষষ্ঠ দিনে পড়ল। কিন্তু, ইউক্রেনের এই আক্রমণাত্বক মনোভাব ভাল চোখে দেখছেন না বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাসেঙ্কো। এই প্রসঙ্গে তিনি বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনী সব ধরনের নিয়ম লঙ্ঘন করেছে। তাঁরা বেলারুশের আকাশসীমা বারংবার লঙ্ঘন করছে।”