রাশিয়ার আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলা যে ইউক্রেনের পক্ষে সম্ভব নয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ রাশিয়া কিভ দখল করলে প্রেসিডেন্ট জেলেনিস্কির বন্দি হওয়ার সম্ভাবনা প্রবল৷ তা সত্ত্বেও বিপদের সময় দেশ ছেড়ে যেতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট৷
advertisement
শনিবার নিজেই সেলফির আদলে একটি ভিডিও শ্যুট করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, 'আমি এখানেই আছি৷ আমরা নিজেদের অস্ত্র নামিয়ে রাখব না৷ আমরা নিজেদের রাষ্ট্রকে রক্ষা করব৷ কারণ আমাদের অস্ত্রই আমাদের কাছে সত্য৷' একই সঙ্গে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে খবর রটেছে তার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷
আরও পড়ুন: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা
তিনি বলেন, 'ইন্টারনেটে অনেক ভুয়ো তথ্য পরিবেশিত হচ্ছে৷ দাবি করা হচ্ছে আমি সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে পালানোর চেষ্টা করছি৷'
আরও পড়ুন: পাশে থাকুন, রাষ্ট্রপুঞ্জে সমর্থনের আর্জি নিয়ে মোদিকে ফোন ইউক্রেন প্রেসিডেন্টের
ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্টকে দৃশ্যতই ক্লান্ত, বিধ্বস্ত লেগেছে৷ অনেকটা সেনার আদলে পোশাক পরেছিলেন তিনি৷ দেশবাসীকে উদ্বুদ্ধ করে জেলেনিস্কি বলেন, 'আমাদের মাটি, আমাদের দেশ, আমাদের সন্তানেরাই আমাদের কাছে সত্যি৷ আমরা এই সবকিছু রক্ষা করব৷'
ইউক্রেনের প্রেসিডেন্ট যখন এই বার্তা দিচ্ছেন, তখনও দূূর থেকে সাইরেনের শব্দ ভেসে আসছে৷ ইতিমধ্যেই রাজধানী কিভে আঘাত হানতে শুরু করেছে রুশ সেনা৷ ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে ছোড়া হচ্ছে মিসাইল৷