TRENDING:

Volodymyr Zelensky Video Message: 'আমি পালাইনি, আপনারাও অস্ত্র নামাবেন না', দেশবাসীর মনোবল বাড়াতে বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

Last Updated:

ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্টকে দৃশ্যতই ক্লান্ত, বিধ্বস্ত লেগেছে৷ অনেকটা সেনার আদলে পোশাক পরেছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিভ: রাশিয়া (Russia) দাবি করেছিল, তিনি রাজধানী কিভ ছেড়ে পালিয়ে গিয়েছেন৷ তাঁকে নিরাপদে ইউক্রেন (Ukraine) থেকে নিরাপদে বের করে নেওয়ার পরামর্শ দিয়েছিল আমেরিকাও৷ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি (Volodymyr Zelensky) কিভের রাস্তা থেকে ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, দেশ ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না৷ বরং দেশবাসীর কাছে তাঁর আবেদন, কোনওভাবেই যেন রুশ আক্রমণের সামনে আত্মসমর্পণ না করেন তাঁরা৷
জেলেনস্কির ভিডিও বার্তা৷
জেলেনস্কির ভিডিও বার্তা৷
advertisement

রাশিয়ার আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলা যে ইউক্রেনের পক্ষে সম্ভব নয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ রাশিয়া কিভ দখল করলে প্রেসিডেন্ট জেলেনিস্কির বন্দি হওয়ার সম্ভাবনা প্রবল৷ তা সত্ত্বেও বিপদের সময় দেশ ছেড়ে যেতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট৷

advertisement

শনিবার নিজেই সেলফির আদলে একটি ভিডিও শ্যুট করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, 'আমি এখানেই আছি৷ আমরা নিজেদের অস্ত্র নামিয়ে রাখব না৷ আমরা নিজেদের রাষ্ট্রকে রক্ষা করব৷ কারণ আমাদের অস্ত্রই আমাদের কাছে সত্য৷' একই সঙ্গে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে খবর রটেছে তার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷

advertisement

আরও পড়ুন: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা

তিনি বলেন, 'ইন্টারনেটে অনেক ভুয়ো তথ্য পরিবেশিত হচ্ছে৷ দাবি করা হচ্ছে আমি সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে পালানোর চেষ্টা করছি৷'

আরও পড়ুন: পাশে থাকুন, রাষ্ট্রপুঞ্জে সমর্থনের আর্জি নিয়ে মোদিকে ফোন ইউক্রেন প্রেসিডেন্টের

advertisement

ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্টকে দৃশ্যতই ক্লান্ত, বিধ্বস্ত লেগেছে৷ অনেকটা সেনার আদলে পোশাক পরেছিলেন তিনি৷  দেশবাসীকে উদ্বুদ্ধ করে জেলেনিস্কি বলেন, 'আমাদের মাটি, আমাদের দেশ, আমাদের সন্তানেরাই আমাদের কাছে সত্যি৷ আমরা এই সবকিছু রক্ষা করব৷'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ইউক্রেনের প্রেসিডেন্ট যখন এই বার্তা দিচ্ছেন, তখনও দূূর থেকে সাইরেনের শব্দ ভেসে আসছে৷ ইতিমধ্যেই রাজধানী কিভে আঘাত হানতে শুরু করেছে রুশ সেনা৷ ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে ছোড়া হচ্ছে মিসাইল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Volodymyr Zelensky Video Message: 'আমি পালাইনি, আপনারাও অস্ত্র নামাবেন না', দেশবাসীর মনোবল বাড়াতে বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল