প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেন রাতের অন্ধকারে ক্রেমলিনে ড্রোন হামলা চালায়। এমনই অভিযোগ রাশিয়ার। ইউক্রেনের এই আক্রমণকে ‘সন্ত্রাসী’হামলা হিসেবে দেখছে রাশিয়ায মস্কোর তরফে জানানো হয়েছে, পুতিনের কোনও ক্ষতি হয়নি। এমনকী ক্রেমলিনে কোনও জিনিসেরও ক্ষতি হয়নি বলে জানিয়েছে রাশিয়া।
আরও পড়ুন- মাঝ রাস্তায় এ কেমন ঝড়! ধাক্কা মারছে একের পর এক গাড়ি, দেখুন সেই ভিডিও
advertisement
মস্কোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রেমলিনে হামলাকারী ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন। রুশ প্রশাসন হুমকি দিয়েছে, এমন হামলার পর ইউক্রেনের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে হাওয়া যেন আরও গরম হয়ে উঠল।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এবার আরও বড় আকারের হামলা চালাতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। যদিও ইউক্রেন সরকার এই বিষয়ে এখনও কোনও বিবৃতি জারি করেনি। ৯ মে-এর বিজয় দিবসের প্যারেড নিয়ে ব্যস্ত এখন রাশিয়া। তারই মধ্যে এমন হামলা। রাশিয়ার তরফে আরও জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন হামলার সময় ক্রেমলিনে ছিলেন না। তাঁর নভো ওগারিওভোর বাসভবনে ছিলেন।
আরও পড়ুন- মৃত ২ কুমিরের পেট থেকে কী পাওয়া গেল! জানলে শিউরে উঠবেন
১৪ মাস ধরে ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এদিন ইউক্রেনের ব্যর্থ ড্রোন হামলার পর রাশিয়া যুদ্ধ অব্যহত রাখার ন্যায্য ভিত্তি পেল বলে মনে করছেন অনেকে। ফলে যুদ্ধের ইতি যে এখানেই নয়, তা ভালভাবেই আন্দাজ করা যাচ্ছে।