উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, বোমা বিস্ফোরণে জখমদের উদ্ধার করে অটো-গাড়িতে জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমা বিস্ফোরণের তীব্রতা বেশ ভালো রকমের ছিল। পার্শ্ববর্তী বিভিন্ন বহুতলের কাচের জানালা ভেঙে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। বিস্ফোরণের সামনের এলাকার একাধিক বহুতল ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি মোটরবাইক পার্ক করে রাখা ছিল। সম্ভবত সেটিতেই বোমা লাগালো ছিল।
advertisement
লাহোর বিস্ফোরণের পর পরই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি ও ভিডিও ভরে গিয়েছে। যদিও বিস্ফোরণের ধরন এখনও জানাতে পারেনি পুলিশ। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুঝদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর প্রতিশ্রুতি, এই ঘটনার সঙ্গে জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে। লাহোর পুলিশের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।
জিন্নাহ হাসপাতালের জরুরি ভিত্তিতে জখমদের চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্জাব প্রদেশের সরকারের তরফে নিহত ও আতদের উদ্ধার ও সাহায্যের দাবি করেছে।