এই দুই হাই কমিশন আধিকারিক CISF ড্রাইভার ছিলেন ৷ সকাল সাড়ে আটটা থেকে ইসলামাবাদের অফিস থেকে নিখোঁজ হয়ে যান ৷ গাড়ি করে অফিস থেকে বেরোনোর পর তাঁরা নিখোঁজ হয়ে যান৷
এর কয়েকদিন আগেই ভারত পাকিস্তান হাই কমিশনের দুই আধিকারিককে বরখাস্ত করে দেন ৷ কারণ তারা নয়াদিল্লিতে থেকে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন ৷ এই দুই পাকিস্তানি আধিকারিক নয়াদিল্লিতে ভিসার জায়গায় কাজ করেন ৷
advertisement
৩১ মে ভারতীয় আধিকারিকরা দুই পাকিস্তান হাই কমিশন আধিকারিকরা দিল্লির করোলবাগের অফিস থেকে বেশ কিছু সংবেদনশীল ও প্রচুর গুরুত্বপূ্র্ণ তথ্য পাচার করত ৷ এই মারাত্মক কাজের জন্য তাদের ১ জুন ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷
এই দুই আধিকারিকরা ভুয়ো পরিচয়পত্র দিয়ে আধারকার্ড নিয়ে ছিলেন ৷ তাদের একজনের পরিচয় ছিল নাসির গোতাম - গীতা কলোনির বাসিন্দা ৷ তাদের থেকে দুটো অ্যাপেল ফোন , ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল ৷
দুই আধিকারিকরা আবিদ হুসেন আবিদ- ৪২, তাহির খান ৪৪ বছরের ছিলেন ৷