TRENDING:

রক্তাক্ত বাংলাদেশ, জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫, আহত ৫০

Last Updated:

জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাংলাদেশ: জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। জানা গিয়েছে, এদিন সকাল ৭ টা নাগাদ পূর্বাঞ্চলের জেলা শ্রীহট্টে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন আরও ৫০ জন যাত্রী। দুর্ঘটনায় দু’টি বাসের চালকই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখী এনা পরিবহণের দ্রুতগতির দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, বাসগুলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
advertisement

অন্য দুর্ঘটনাটি ঘটে শাজাহানপুরে। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ৪ জন অটোযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন। জানা যায়, এদিন সকাল ৬টা নাগাদ ঢাকা-রংপুর জাতীয় সড়কের মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহণের একটি বাস সামনে থাকা অটোকে ধাক্কা দেয়। শাহাজানপুর থানা সূত্রে জানা গিয়েছে, বাসের চালক ও হেলপারদুজনেই পলাতক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
রক্তাক্ত বাংলাদেশ, জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫, আহত ৫০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল