TRENDING:

Turkey Earthquake: মৃতের সংখ্যা আট হাজার পার, তুরস্কে উদ্ধারকাজে নামল চার ভারতীয় কুকুর

Last Updated:

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর চারটি ল্যাব্রাডর প্রজাতির। এর আগেও মৃতদেহ উদ্ধার করার অভিজ্ঞতা রয়েছে তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্তানবুল: তুরস্ক এবং সিরিয়ার ভয়াল ভূমিকম্প কি গত একশো বছরের অন্যতম ভয়ঙ্কর বিপর্যয় হয়ে উঠতে চলেছে? অন্তত সেরকমই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে৷ এরই মধ্যে মুশকিল আসান হয়ে নামল চার ভারতীয় সারমেয়৷ ভারতীয় উদ্ধারকারী দলের প্রধান অতুল কারওয়াল জানিয়েছেন, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর চারটি ল্যাব্রাডর প্রজাতির। এর আগেও মৃতদেহ উদ্ধার করার অভিজ্ঞতা রয়েছে তাদের।
Turkey Syria Earthquake
Turkey Syria Earthquake
advertisement

এরই মধ্যে ওভগান আহমেত এরকান নামে একজন ভূমিকম্প বিশেষজ্ঞ আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ইকোনমিস্ট'-কে জানিয়েছেন, এখনও ১ লক্ষ ৮০ হাজার মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ যাঁদের মধ্যে অধিকাংশেরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে হতাহতের সংখ্যা কোথায় পৌঁছতে পারে, তা সহজেই অনুমেয়৷

আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের আগে সতর্ক করেছিল এই পাখিগুলি! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

advertisement

ভূমিকম্পের জেরে শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ ইউরোপের দেশটিতে আহতের সংখ্যা ৩২ হাজার৷ বৃষ্টি, প্রবল ঠান্ডার মধ্যে উদ্ধারকাজও প্রত্যাশিত গতিতে করা সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯৩২৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তুরস্কে উদ্ধারকাজের এখনও অনেকটাই বাকি৷ রাস্তার উপরেই সার দিয়ে মৃতদেহ পড়ে থাকার ছবিও দেখা গিয়েছে৷ কারণ মৃতদেহ সরানোর থেকেও ধ্বংসস্তূপের মধ্যে কেউ বেঁচে আছেন কি না, তার খুঁজে দেখার উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে৷ তুরস্কে তবু বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল পৌঁছেছে৷ তার থেকেও খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার৷ সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধারকাজের খবর মিললেও বিদ্রোহীদের হাতে থাকা সিরিয়া ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলির সঙ্গে কার্যত বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন৷ ফলে সেখানে মৃত, আহতের সংখ্যা কত, কত মানুষ এখনও নিখোঁজ, উদ্ধারকাজই বা কীভাবে চলছে, তা নিয়ে স্পষ্ট কোনও ধারণাই পাওয়া যাচ্ছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Earthquake: মৃতের সংখ্যা আট হাজার পার, তুরস্কে উদ্ধারকাজে নামল চার ভারতীয় কুকুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল