এরই মধ্যে ওভগান আহমেত এরকান নামে একজন ভূমিকম্প বিশেষজ্ঞ আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ইকোনমিস্ট'-কে জানিয়েছেন, এখনও ১ লক্ষ ৮০ হাজার মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ যাঁদের মধ্যে অধিকাংশেরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে হতাহতের সংখ্যা কোথায় পৌঁছতে পারে, তা সহজেই অনুমেয়৷
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের আগে সতর্ক করেছিল এই পাখিগুলি! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
advertisement
ভূমিকম্পের জেরে শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ ইউরোপের দেশটিতে আহতের সংখ্যা ৩২ হাজার৷ বৃষ্টি, প্রবল ঠান্ডার মধ্যে উদ্ধারকাজও প্রত্যাশিত গতিতে করা সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯৩২৷
তুরস্কে উদ্ধারকাজের এখনও অনেকটাই বাকি৷ রাস্তার উপরেই সার দিয়ে মৃতদেহ পড়ে থাকার ছবিও দেখা গিয়েছে৷ কারণ মৃতদেহ সরানোর থেকেও ধ্বংসস্তূপের মধ্যে কেউ বেঁচে আছেন কি না, তার খুঁজে দেখার উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে৷ তুরস্কে তবু বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল পৌঁছেছে৷ তার থেকেও খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার৷ সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধারকাজের খবর মিললেও বিদ্রোহীদের হাতে থাকা সিরিয়া ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলির সঙ্গে কার্যত বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন৷ ফলে সেখানে মৃত, আহতের সংখ্যা কত, কত মানুষ এখনও নিখোঁজ, উদ্ধারকাজই বা কীভাবে চলছে, তা নিয়ে স্পষ্ট কোনও ধারণাই পাওয়া যাচ্ছে না৷