TRENDING:

ISIS প্রধান বাগদাদির দিদিও এ বার গ্রেফতার তুরস্কের গোপন ডেরায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেইরুট: জঙ্গি সংগঠন আইসিস-এর প্রধান আবু বকর আল বাগদাদিকে নিকেষ করার পর এ বার বাগদাদির দিদিকে সিরিয়া থেকে আটক করল তুরস্ক৷ সংবাদ সংস্থাকে তুরস্ক জানিয়েছে, আইসিস-এ জঙ্গি কার্যকলাপে যুক্ত বাগদাদির দিদিও৷ তবে তার সম্পর্ক বেশি কিছু জানাতে চায়নি তুরস্ক৷
advertisement

৬৫ বছর বয়সি রসমিয়া আওয়াদ উত্তর-পশ্চিম সিরিয়ায় আইসিস-এর দেখভালের দায়িত্বে ছিল৷ আলেপ্পোর আজাজ শহরে পরিবারের সঙ্গেই ছিল রসমিয়া৷ তুরস্ক একটি গোপন অভিযানে রসমিয়াকে গ্রেফতার করে৷ তুরস্ক সরকার জানিয়েছে, বাগদাদির দিদি তার স্বামী, নাতনি ও ৫ সন্তান-সহ বাস করত৷ বাকিদেরও আটক করা হয়৷ তবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়৷ রসমিয়াকে গ্রেফতার করা হয়৷

advertisement

কয়েক দিন আগে মার্কিন বিমান হানায় মৃত্যু হয় আইসিস-এর প্রধান আবু বকর আল বাগদাদি৷ আইসিস তা স্বীকারও করেছে৷ বহু আইসিস জঙ্গি ওই দিনই স্মাগলিং রুট ধরে উত্তর-পশ্চিম সিরিয়ায় পালিয়ে যায়৷ ২০১৪ সালে নিজেকে 'খলিফা' ঘোষণা করে আবু বকর আল বাগদাদি। সেই সময় থেকেই আইসিস জঙ্গি প্রধানকে হন্যে হয়ে খুঁজছিল মার্কিন সেনা ও সিআইএ। বাগদাদি সম্পর্কে খোঁজ খবর পেতে গত পাঁচ বছর ধরে বিভিন্ন শক্তির সঙ্গে হাত মিলিয়ে ইনটেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তুলেছিল সিআইএ। তারই সাফল্য পেল পেন্টাগন।

advertisement

আরও ভিডিও: কীভাবে বাগদাদির গোপন ডেরায় অভিযান চালায় মার্কিন সেনা? ভিডিও প্রকাশ পেন্টাগনের

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ISIS প্রধান বাগদাদির দিদিও এ বার গ্রেফতার তুরস্কের গোপন ডেরায়