বুধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দেশের নিরীহ মানুষ, মহিলা ও শিশুদের উপর এমন হামলা নিন্দাজনক ৷ একইসঙ্গে রাশিয়া ও ইরানকে হুঁশিয়ারিও দিলেন ট্রাম্প ৷ ক্ষতিগ্রস্থ সিরিয়ার পাশে থাকার বার্তা শোনা গেল নয়া মার্কিন প্রেসিডেন্টের মুখে ৷
তবে সিরিয়ায় হামলায় ক্ষতিগ্রস্থদের সহানুভূতি জানাতে গিয়ে পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামারও সমালোচনা করেছেন ট্রাম্প ৷ উল্লেখ্য, এর আগে ২০১২ সালে ওবামা বলেছিলেন যে, তিনি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার রোধ করতে রেড লাইন তৈরি করবেন ৷ যদিও শেষ পর্যন্ত এব্যাপারে কিছুই করেননি বারাক ওবামা ৷
advertisement
মঙ্গলবার উত্তর সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশের শেখু শহরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে হামলা চালানো হয় ৷ সূত্রের খবর, বিষাক্ত গ্যাস ছড়ানোয় ব্যবহার করা হয়েছে যুদ্ধ বিমান ৷ যদিও সরকারি বাহিনী হামলার দায় অস্বীকার করেছে ৷
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও গায়ে কাঁটা দেয় ৷ হামলার স্থলে শিশুদের উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহের স্তূপ মনে পড়ায় ২০১৩ এর রাসায়নিক হামলাকে ৷ এ যাবৎ কালের সবচেয়ে ভয়াবহ হামলা ৷