আরও পড়ুন : সুজাত বুখারি ও ঔরঙ্গজেব, দু'জনেরই সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
এই ঘোষণার রেশ দেখা গিয়েছে বেজিং-এ ৷ পৃথিবীর সর্ব বৃহৎ দুই শিল্প উৎপাদনকারী দেশে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত কতটা বাজারকে চাঙ্গা করবে না বাজার শুয়ে পড়বে ? সেটা বলে দেবে আগামী সময়ই ৷
advertisement
এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন আমাদের এক বিপরীতমুখী পদ্ধতির জন্য নিজেদের প্রযুক্তির গুণগত মানের মূল্য আমারা হারাচ্ছি ৷ কতদিন আর মেনে নেওয়া যেতে পারে এমন ঘটনা ৷ এই অতিরিক্তি শুল্ক আমদানি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে ৷
এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেছেন এই তালিকায় শুধুমাত্রই চিনই নেই কানাডা, মেক্সিকো সহ সমস্ত ইউরোপীয় দেশ গুলির ক্ষেত্রে বলবৎ হবে ৷ তবে শুক্রবারের এই ঘোষণায় অমেরিকায় চিনের বিভিন্ন জিনিসপত্রের ওপর বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পথে আর কোনও বাধা থাকল না, কার্যকর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷
আরও পড়ন :পাক সন্ত্রাসবাদ মদতে ইদে হলনা মিষ্টিমুখ-শুভেচ্ছা বিনিময় ওয়াঘা সীমান্তে