TRENDING:

Treasure: মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক

Last Updated:

Treasure: ৬৮ বছর বয়সি ওই প্রৌঢ় নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি এখন ৫৭০ টি টেলবি পেনির মালিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: মাটি খুঁড়ে গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের এক ব্রিটিশ প্রৌঢ়। সম্প্রতি উইল্টশায়ারের শিপেনহ্যামে তিনি এই কুবেরের ভাণ্ডার খুঁজে পেয়েছেন। টোনি হাউস নামে ৬৮ বছর বয়সি ওই প্রৌঢ় নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি এখন ৫৭০ টি টেলবি পেনির মালিক। মধ্যযুগে রাজা দ্বিতীয় হেনরির সমকালীন এই স্বর্ণমুদ্রা প্রথম পাওয়া গিয়েছিল ১৮০৭ খ্রিস্টাব্দে, লিঙ্কনশায়ারের টেলবি অ‍ঞ্চলে। সেখান থেকেই এর নাম টেলবি পেনি। সেরকমই ৫৭০ টি স্বর্ণমুদ্রা পেলেন টোনি।
মাটি খুঁড়ে গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের এক ব্রিটিশ প্রৌঢ়
মাটি খুঁড়ে গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের এক ব্রিটিশ প্রৌঢ়
advertisement

শিপেনহ্যামের বাসিন্দা টোনি পেশায় মেটাল ডিটেক্টরিস্ট। তিনি বেশ কিছু দিন ধরেই গুপ্তধনসন্ধানী। জানিয়েছেন, প্রথমে মাটির উপর তিনি পরীক্ষা করে সিগন্যাল পান। প্রথমে খোঁড়াখুঁড়ির পর একটি স্বর্ণমুদ্রা উঠে আসে। তাতেও তিনি হতাশ হননি। নতুন উদ্যমে আর সন্ধানপর্ব চালিয়ে যান। এর পর কয়েক বর্গমিটারের মধ্যে তিনি মোট ৫৭০ টি স্বর্ণমুদ্রা খুঁজে পান।

advertisement

আরও পড়ুন :  ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি

বিশেষজ্ঞদের ধারণা, টোনি যে স্বর্ণমুদ্রা পেয়েছেন, সেগুলির বয়স ৮৬৫ বছর। তৈরি হয়েছিল প্ল্যান্টাজেনেট পর্বে ১১৫৮ খ্রিষ্টাব্দ থেকে ১১৮০ খ্রিষ্টাব্দের মধ্যে কোনও এক সময়ে। তবে মুদ্রাগুলির নির্মাণশৈলী একেবারেই ভাল নয় বলে মত ঐতিহাসিকদের। নির্মাণের সময় ত্রুটি ছিল বলে মনে করা হচ্ছে। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এর গুরুত্ব ছাপিয়ে গিয়েছে সব কিছুকে।

advertisement

আরও পড়ুন :  ফের বিয়ের পিঁড়িতে জুহির প্রাক্তন স্বামী অভিনেতা সচিন, ৫০ বছর বয়সে জীবনে নতুন বসন্ত

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মনে করা হচ্ছে টোনি যে স্বর্ণমুদ্রা পেয়েছেন, ভারতীয় মুদ্রায় তার মূল্য ১ কোটি ৯৮ লক্ষ টাকা। টোনি একটি ফাস্টফুডের দোকান চালাতেন। গত ৮ বছর ধরে তিনি গোয়েন্দা হিসেবে কাজ করছেন। সব সময় তাঁর নতুন এবং চমকপ্রদ কাজ করতে ভাল লাগে। এ বার তো রাতারাতি জীবন পাল্টে গিয়েছে। তাঁর মন ভাল হয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Treasure: মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল