পেজেই লেখা হয়েছে, ‘আগে কেউ জিজ্ঞেস করলে সে (রাজু) বলতো, 'আমি একজন মিউজিশিয়ান'। কিন্তু এখন কেউ জিজ্ঞেস করলে বলেন 'অটোওয়ালা'। জীবনের তাগিদে অন্য এক জীবিকা বেছে নিয়েছেন তিনি। রাজু ভাইয়ের মতন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে এমন 'মিউজিশিয়ান'। শ্রদ্ধা ও ভালোবাসা।’ সত্যিই তাই, পেশার তাগিদে মানুষকে এমন অনেক কঠিন সময়ের মুখে পড়তে হয়, যখন শখ পূরণের আর কোনও উপায় থাকে না। কে বলতে পারে, রাজুর ক্ষেত্রেও হয়ত তেমনই ঘটেছিল। তাই তিনি গিটার ছেড়ে দু’হাতে তুলে নিয়েছিলেন টোটোর হ্যান্ডেল। তবে এই মেধা তো আর চাপা থাকে না। তাই আজ গিটার হাতে পড়তেই তিনি সুর করে গেয়ে উঠলেন গান। মনে পড়ে গেল সেই কলেজ জীবনের কথা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2020 6:58 PM IST