অক্সফ্যাম-এর রিপোর্ট বলছে, গোটা বিশ্বে ২ হাজার ১৫৩ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ পৃথিবীর ৪৬০ কোটি জনতার চেয়ে বেশি৷ পৃথিবীর মোট জনসংখ্যা কমবেশি ৭০০ কোটি৷ এ হেন আর্থিক বৈষম্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷ দেখা যাচ্ছে, গত ১০ বছরে বিশ্বে ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে৷ যা অত্যন্ত চিন্তার বিষয়৷
অক্সফ্যাম-এর সিইও অমিতাভ বেহারের কথায়, 'বৈষম্য দূর করার জন্য একাধিক নীতি প্রণয়ন না করলে, ধনী গরিবের এই উদ্বেগজনক পার্থক্য মুছে ফেলা সম্ভব নয়৷ দুঃখের বিষয় হল, বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করছে৷'
advertisement
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে, বিশ্বে ধনী-গরিব বৈষম্য গত ৩ দশকে সবেয়ে বেশি হারে বেড়েছে৷ বহু দেশেই জনসংখ্যায় আয় বৈষম্য মারাত্মক আকার নিয়েছে৷ যার নির্যাস, দুর্নীতি, সংবিধান অমান্য ও জিনিসের দাম বৃদ্ধি৷
রিপোর্টে দেখা গিয়েছে, একজন পরিচারিকা ২২ হাজার ২৭৭ বছরে যা আয় করতে পারেন, একটি কোম্পানির সিইও তা এক বছরে আয় করেন৷