তিনি প্রকাশ্যে এর আগে কাউকে বলেননি যে দুর্ঘটনাবশত তাঁর তুতো ভাইকে বিয়ে করে ফেলেছেন৷ অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর পরিবার সম্বন্ধে খোঁজ করছিলেন এক সাইটে৷ সেখানেই জানতে পারেন তাঁর এবং তাঁর স্বামীর ঠাকুরদা ঠাকুরমা একই দম্পতি৷
এর পর সত্য জানতে তাঁরা ঠাকুরদা ঠাকুরমার কাছে যান৷ জানতে পারেন তাঁরা একে অপরের থার্ড কাজিন৷ শুধু তাই নয়৷ দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছেন৷ ছোটবেলায় খেলাধুলোও করেছেন৷
advertisement
আরও পড়ুন : 'ভিনগ্রহীদের মহাকাশযান' বা ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? রহস্যদৃশ্যে মুগ্ধ নেটিজেনরা
তবে তাঁরাই প্রথম নন৷ এর আগে তাঁদের ঠাকুরদা ঠাকুরমাও একে অপরের ফার্স্ট কাজিন! মার্সেল্লাকে সকলে আশ্বস্ত করেছেন থার্ড কাজিন অনেক দূর সম্পর্কের আত্মীয়তা৷ তাই তাঁদের বিয়ে নিয়ে অনুতাপের কিছু নেই৷
অনেকে এই টিকটকারের কাছে এই প্রশ্নও রেখেছেন যে বিয়ের আগে তাঁরা কী করে অজ্ঞাত থাকলেন সম্পর্কের বিষয়ে৷ উত্তরে আর একটি ভিডিওতে তিনি জানিয়েছেন পরিবারের কোনও সদস্যের উপস্থিতি ছাড়াই ব্যক্তিগত পরিসরে কোর্টহাউস ম্যারেজ করেছেন তাঁরা৷